ব্যুরো নিউজ, ১৬ সেপ্টেম্বর: ডেঙ্গুর দায় কার দিকে ঠেলছেন মেয়র?
গত বছরের থেকে চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। তারপরেও শহর কলকাতার মহানগরিক পরিষ্কার জানিয়ে দিলেন, কলকাতা পুরসভার কিছুই করার নেই। মানুষকে নিজেকেই সচেতন হতে হবে। না হলে ডেঙ্গির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় শহরবাসীর।
ডেঙ্গু সচেতনতায় পুরসভার কর্মীদের পোষাক প্রদান
সামনের মাসে এই সময় রীতিমতো আনন্দে মেতে উঠবেন সকলেই। কারণ, বছর পর উমা তাঁর বাপের বাড়ি আসতে চলেছে। কিন্তু এমত অবস্থায় দিনের পর দিন যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শহর কলকাতায় ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা পাশাপাশি যেভাবে মানুষের প্রাণ যাচ্ছে তাতে একদিকে যেমন রাজ্য সরকার অন্যদিকে কলকাতা পুরসভার কোনওরকম হেলদোল নেই। কেবলমাত্র কিছু বিজ্ঞাপন, কিছু হোডিং। আর কখনও বা কয়েকটা পাড়ায় একটু স্প্রে করে দেওয়া।
পুরসভার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ! দায়ের মামলা
ম্যালেরিয়া রোধে মেডিকেটেড মশারি বিতরণে পুরসভা
ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পুরসভা যে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে সে কথা শুক্রবার স্পষ্ট জানালেন শহর কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বাংলাদেশের তুলনায় শহর কলকাতার মানুষের আক্রান্তের সংখ্যা অনেক কম। তার কারণ, শহর কলকাতার মানুষ অনেক বেশি সচেতন। কিন্তু মানুষ দিন শেষে চায় পুরসভা তাঁর কাজ টুকু করুক। কারণ বছর গেলে মোটা অঙ্কের টাকা কর গুনতে হয় এই শহর কলকাতার সাধারণ মানুষকে। কিন্তু সেই সাধারণ মানুষকেই মেয়র ফিরহাদ হাকিম পরিষ্কার জানিয়ে দিলেন, সজাগ হতে হবে মানুষকেই। মানুষকে সজাগ করা ছাড়া আর কিছুই করতে পারবে না পুরসভা। অর্থাৎ এক কথায় ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধ করতে কলকাতা পুরসভা একেবারেই নিরুপায়। ইভিএম নিউজ