ইভিএম নিউজ ব্যুরো, ৩০ মেঃ সিকিম পুলিশের বিরুদ্ধে বাংলার ট্যাক্সি ড্রাইভারদের মারধর ও হেনস্থা করার অভিযোগ তুলে বাগডোগরা বিমানবন্দরে অসন্তোষ প্রকাশ করলেন বিমানবন্দরের ট্যাক্সি ড্রাইভাররা।
জানা গিয়েছে, সোমবার শিলিগুড়ি থেকে এক ট্যাক্সি ড্রাইভার পর্যটকদের নিয়ে সিকিমে যায় এবং গাড়ি পার্ক করা নিয়ে সিকিম পুলিশের সঙ্গে বচসা হয় শুরু হয়। এবং বচসার মধ্যেই সিকিম পুলিশ তাদের কয়েকজনকে মারধর করে বলে অভিযোগও ওঠে।যার ফলে বাংলার ড্রাইভাররা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি ফিরে আসে। এরপর মঙ্গলবার সকাল থেকে সিকিম নম্বরের গাড়িগুলিকে পর্যটক তুলতে দেওয়া হচ্ছে না, সমস্ত গাড়িগুলিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং সমস্ত ড্রাইভাররা চাইছেন এই সমস্যার দ্রুত সমাধান হোক।(EVM News)