ইভিএম নিউজ ব্যুরো, ৭ জুলাইঃ (Latest News) বন্ধ করা হল অনলাইনে টিকিট বুকিং পরিষেবা। সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় অনলাইনে টিকিট বুকিং বন্ধ। শনিবার রাত ১১:৪৫ থেকে রাত ৩:৩০ মিনিট পর্যন্ত কাজ করা যাবে না প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (Passenger Reservation System)। পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, ইস্ট কোস্ট রেল, দক্ষিণ-পূর্ব-মধ্য রেল, নর্থ ইস্ট ফ্রন্টইয়ার রেল ও ইস্ট সেন্ট্রাল বন্ধ পরিষেবা। অনলাইন টিকিট বুকিং বা ইনকোয়ারি করতে পারবেন না যাত্রীরা।(EVM News)
