ইভিএম নিউজ ব্যুরো, ৬ মেঃ ফের সাফল্য জেলা হাসপাতালে। জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে সাফল্যে ক্রমশই রাজ্যের নামী বেসরকারি হাসপাতালগুলিকেও ছাপিয়ে যাচ্ছে জেলা  সরকারি হাসপাতালগুলি। তাই আবারও কঠিন সার্জারির মাধ্যমে এক মহিলার শরীর থেকে প্রায় ৫ কেজির  বিশালাকার টিউমার বের  করলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের (Durgapur Sub Divisional Hospital) চিকিৎসকেরা।

জানা গিয়েছে, হুগলির গুড়াপের বাসিন্দা আদিবাসী মহিলা শেফালী টুডু।   তলপেটের যন্ত্রণায় ভুগছিলেন গত তিন বছর ধরে। এবং পরীক্ষা করলে  ধরা পড়ে, তাঁর পেটে বাসা বেঁধেছে ওই বিশালাকার টিউমারটি যা ক্রমশই আকারে বাড়ছিল। স্থানীয় বিভিন্ন চিকিৎসককে দেখিয়ে লাভ না হওয়ায় সপ্তাহ দুয়েক আগে দুর্গাপুরে চিকিৎসা করাতে আসেন ওই মহিলা। অস্ত্রোপচারের আগেই শেফালির শরীরে রক্তের সংকট মেটাতে প্রায় চার বোতল রক্ত দেওয়া হয় তাঁকে। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় তাকে। তারপর পাঁচজনের চিকিৎসকের একটি দল গঠন করে অস্ত্রোপচার শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার পর সফল হয় সার্জারি।ওই মহিলার তলপেট থেকে বের হয় পাঁচ কেজি ওজনের টিউমার। অস্ত্রোপচারের পর বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন শেফালি। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।

এই প্রসঙ্গে, দুর্গাপুর মহাকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল বলেন, দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা সবসময়ই কার্যকর হয়ে থাকেন। এই মহিলার তলপেট থেকে পাঁচ কেজি ওজনের টিউমার বের করে আবারও নজির গড়লেন জেলার হাসপাতালের চিকিৎসকেরা।(EVM News) রাজবংশী নাবালিকাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে জেলায় জেলায় বিভিন্ন সংগঠনগুলির যৌথ বিক্ষোভ

 

 

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর