ইভিএম নিউজ ব্যুরো, ২৮ এপ্রিলঃ ভূপৃষ্ঠের ৭০ শতাংশই জল। জলের তলায় এমন বহু প্রাণী রয়েছে যেগুলি সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নন। আর সেইসকল অজানা তথ্য জানার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান বিজ্ঞানীরা। এবার ঠিক তেমনই প্রাণীর খোঁজ মিলল হংকং-এর একটি জলাশয়ে। এক ধরণের জেলিফিশ। ২ টি নয়, ৪টি নয়, রয়েছে ২৪ টি চোখ। লম্বায় এক ইঞ্চিরও কম। পায়ের সংখ্যা ৩ টি,যেটি ১০ সেমি পর্যন্ত বড়।

জানা গিয়েছে, হংকং-এর মাই পো নেচার রিজার্ভ এই জেলিফিশটির নাম দিয়েছেন ট্রাইপেডালিয়া মায়পোয়েনসিস। এবং যেটির চলতি নাম বক্স জেলিফিশ। বিজ্ঞানীদের মতে, হংকং -এর ওই পুকুরে অসংখ্য মাছ চাষ হয়। এবং প্রচুর পরিমাণে জেলিফিশও ধরা পড়ে। আর সেখান থেকেই জেলিফিশগুলো সংগ্রহ করেন হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

এই ট্রাইপেডালিয়া মায়পোয়েনসিসের দৈর্ঘ্য ১.৫ সেন্টিমিটার। এরা সাধারণত পুকুরের ছোট মাছ, চিংড়ি ধরে খায়। চিংড়িকে বৈদ্যুতিক শক দিতে পারে এই জেলিফিশগুলি। তবে মানুষের সংস্পর্শে এলে কতটা ক্ষতি করতে পারে তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই প্রসঙ্গে, বিজ্ঞানীরা বলেন, জেলিফিশের ২৪টি চোখ চারটি ভাগে ভাগ করা রয়েছে। এক একটি ভাগে রয়েছে ছ’টি করে চোখ। আর একটি ভাগের ছ’টি চোখের মধ্যে দু’টিতে রয়েছে লেন্স। অন্য জেলিফিশের তুলনায় এই বক্স জেলিফিশ অনেক দ্রুত সাঁতার কাটে। তবে জানা গিয়েছে, মানুষের শরীরের জন্য খুবই বিষাক্ত হতে পারে এই জেলিফিশ প্রজাতিটি। সংস্পর্শে এলে ঘা, সংক্রমণও হতে পারে।(EVM News) 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর