ইভিএম নিউজ ব্যুরো, ২৯ জুনঃ (Latest News) টলিউডে অত্যন্ত জনপ্রিয় জুটি জিতু কামাল ও নবনীতা দাস। তবে এবার বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন দুজনেই। তিন মাস আলদাও রয়েছেন তারা। সূত্রের খবর, আগস্টেই বিবাহবিচ্ছেদ হবে জিতু- নবনীতার। তাঁদের সুখী দাম্পত্যের খুঁটিনাটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন যুগলে। কিন্তু, ২৯ জুন বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী নবনীতা নিজেই। একটি হৃদয় বিদারক পোস্ট শেয়ার করেন নবনীতা যা দেখে চোখে জল চলে আসে এই জুটির ভক্তদের। মিষ্টি কাপল হিসাবেই সকলের কাছে পরিচিত ছিলেন জিতু-নবনীতা। খুনসুটি থেকে রোম্যান্টিক মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন। তাই তাঁদের বিচ্ছেদ নিয়ে নবনীতার ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে চমকে উঠেন সকলেই।(EVM News)



















