ইভিএম নিউজ ব্যুরো, ২৭ ফেব্রুয়ারিঃ ব্রিটেনের রাজবধূ ক্যামিলা পার্কার বোলস-এর উপাধি পরিবর্তিত হতে চলেছে। প্রিন্স চার্লস দ্বিতীয় স্ত্রী ক্যামিলা এতদিন দাচেস অফ কর্নওয়াল উপাধি ব্যবহার করতেন। তাঁর পূর্বসূরি অর্থাৎ প্রিন্স চারলসের প্রথম স্ত্রী  প্রয়াত লেডি ডায়না স্পেন্সার ব্যবহার করতেন প্রিন্সের অফ ওয়েলস উপাধি। ক্যামিলাও চাইলে বিয়ের পর সেই উপাধি নিতে পারতেন। কিন্তু সম্ভবত তিনি তাঁর  পূর্বসূরির কোন ছায়াই রাখতে চাননি উপাধিতে। রাজ বধূ হিসাবে ব্রিটেনের রাজ বাড়িতে আসার পর তিনি লেডি দায়নার অনেক স্মৃতি রাজ বাড়ি থেকে সরিয়ে ফেলেছিলেন। এতে ক্ষুব্ধ হয়েছিলেন ব্রিটেনের মানুষ। ব্রিটিশ জানতার কাছে কোনদিনই প্রিয় পাত্রী  হয়ে উঠতে পারেননি ক্যামিলা। অহংকারী, উদ্ধত – ক্যামিলাকে এইরকমই মনে করেন ব্রিটেনের  সিংহভাগ মানুষ।

এমনকি, লেডি ডায়নার সঙ্গে প্রিন্স চার্লসের সম্পর্কের তিক্ততার কারণ যে তিনিই, প্রকাশ্যেই  এই অভিযোগ করেন ব্রিটিশরা। তবে এইসব সমালোচনা কোনও কালেই পাত্তা দেয়নি উচ্চাকাঙ্ক্ষী ক্যামিলা পার্কার বোলস। প্রিন্স চার্লসের  বহু পুরনো বান্ধবী তিনি। স্বয়ং রানী এলিজাবেথ,তাঁর সহোদরা প্রিন্সেস  অ্যান সহ গোটা রাজ পরিবার কোনও কালেই পছন্দ করতেন না ক্যামিলাকে।  কিন্তু লেডি ডি যেসময় থেকে ডোডি আল ফায়েদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়লেন সেই সময় থেকেই তাঁর প্রতি সহানুভূতি ও সমবেদনা হারিয়ে ফেলে রাজ পরিবার। ডায়নার মৃত্যুর পর একরকম বাধ্য হয়েই রানী এলিজাবেথ মেনেও নেন চার্লস ক্যামিলার সম্পর্ক। কিন্তু ক্যামিলা বাড়াবারই প্রবল ডায়না বিরোধী ছিলেন। উপাধি নেওয়ার সময়ও নিশ্চিত ভাবেই ডায়নার প্রতি তাঁর  বিদ্বেষই কাজ করে ছিল ।সেজন্যে তিনি ডাচেস  অফ উইন্ডসর উপাধি নেন।

মাজার ব্যপার হল , ডাচেস অফ উইন্ডসর উপাধির সঙ্গে আরেকটি ব্যপার জড়িয়ে আছে। তা হল কনসর্ট অফ কুইন যা কিনা এ দেশের আগেকার রাজ পরিবারে রানীদের সখীর মতোই। কিন্তু আখন রানী এলিজাবেদ প্রয়াত তাই এই কনসর্ট অফ কুইন উপাধি অপ্রয়োজনীয় হয়ে  পড়েছে। তাই ক্যামিলা রাজ পরিবারের রীতি অনুসারেই কনসর্ট অফ কুইন উপাধি ত্যাগ করতে চলেছেন। মে মাসে প্রিন্স চার্লস যখন আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হবেন, তখন থেকেই ক্যামিলা পার্কার বোলস আর কন্সরট অফ কুইন থাকবেন না। কারণ তখন তিনি নিয়ম অনুসারেই রাজরানী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর