অরুপ পাল, ৩ মার্চঃ নতুন মরসুমে লাল হলুদ জার্সিতে থাকছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা। বৃহস্পতিবার সরকারিভাবে তাঁকে আরও এক মরসুম দলে রাখার কথা ঘোষণা করা হল। সদ্য শেষ হয়েছে আইএসএলের গ্রুপ পর্বের খেলা। প্লেঅফ পর্ব আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। আইএসএলের দশ নম্বরে শেষ করেছে ইস্টবেঙ্গল। সামনে তাদের জন্য সুপার কাপে সাফল্যের সুযোগ রয়েছে। সেই লক্ষ্যে চলতি মাসের আঠারো তারিখ থেকে প্র্যাকটিস শুরু হবে।
এপ্রিল মাসে সুপার কাপের প্রস্তুতির পাশাপাশি ইস্টবেঙ্গলে এখন নতুন মরসুমের দল গোছানোর কাজ শুরু হয়েছে। ক্লেটন সিলভার সঙ্গে আরও একবছরের চুক্তি বৃদ্ধি সেই দল গোছানোর ইঙ্গিতকে উস্কে দিচ্ছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকারই প্রথম বিদেশি যাকে নতুন মরসুমের জন্য সই করালো। আইএসএলের কুড়িটি ম্যাচে ১২টি গোল রয়েছে ক্লেটনের। নিজেও আরও একটি মরসুমের জন্য লাল হলুদ জার্সি পড়ার সুযোগ পেয়ে খুশি। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএলে খেলেছিলেন। সেখানেও তাঁর স্কোরিং বুট সচল ছিল। থাইল্যান্ডের বেকতেরো সাসানোর হয়েও সেই দেশের লিগে খেলেছেন তিনি। ক্লেটনকে নতুন মরসুমের জন্য সই করানোর আগে ভারতীয় ডিফেন্ডার লালচুননুঙ্গাকে তিন বছরের জন্য নেওয়ার কথা আগেই জানানো হয়েছিল। মহেশ নওরেম সিংয়ের সঙ্গে আরও একবছরের চুক্তি রয়েছে বলে ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে।
দলগঠনের প্রক্রিয়ার মধ্যে কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের ভবিষ্যৎ কোন পথে তা নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যে ফুটবলার এবং কোচ তাদের দেশে ফিরে গিয়েছেন। বর্তমান ব্রিটিশ কোচের অধীনে সুপার কাপে ভালো ফল করা সম্ভব নয় বলে সদস্য সমর্থকরা সরব। আইএসএলের খারাপ ফলের ময়নাতদন্ত করতে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের বোর্ড আলোচনায় বসেনি। কারণ, বোর্ড সদস্যরা সকলেই দেশের বাইরে রয়েছেন। তাই দল নিয়ে যে একটা সমস্যা রয়েছে তা সকলে মানলেও সিদ্ধান্ত হয়নি।
ম্যানেজমেন্ট স্টিফেন কনস্ট্যান্টাইনকে থাকার ব্যাপারে প্রাথমিক কথাবার্তা বললেও চুক্তিপত্র দেয়নি। তাই ২৫ ফেব্রুয়ারি ডার্বিতে পরাজয়ের পর নিজে লাল হলুদ ডাগআউটে ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ডার্বির হার এবং আইএসএলে দশ নম্বর স্থানে শেষ করার পরে লাল হলুদ ম্যানেজমেন্ট নতুন মরসুমে নতুনভাবে দল সাজানোর চিন্তা ভাবনা শুরু করেছে। যার ইঙ্গিত বোর্ডের অন্যতম ডিরেক্টর সন্দীপ আগরওয়াল আগেই দিয়েছিলেন। প্রয়োজনে দলের বাজেট বাড়ানোর ইঙ্গিতও ছিল তাঁর কথায়। ভালো দল গড়তে প্রয়োজনে ট্রান্সফার ফি দিয়ে অন্য দল থেকে ফুটবলার নিয়ে আসতে রাজি থাকার কথাও বলেছেন তিনি। ক্লেটন সিলভাকে দলে রাখা,মহেশ,লালচুননুঙ্গার সঙ্গে একাধিক চুক্তি সেই ভাবনার ফসল। মাঝে স্টিফেন কনস্ট্যান্টাইনের বিদায় চলতি বছরের মে মাসের শেষে হবে না তার আগে ঘটবে তার জন্য অপেক্ষাই পথ।