ইভিএম নিউজ ব্যুরো, ২৯ জুনঃ (Latest News) চলে গেলেন প্রখ্যাত ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবের ১৯৬৬ সালে অধিনায়ক চন্দন কুমার ব্যানার্জি। আজ রাত ৩:৩০ ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক হয়। এই ধাক্কা উনি সামলাতে পারেননি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ছিলেন ইস্টবেঙ্গলের অন্তপ্রাণ। ইস্টবেঙ্গল এর কথা উঠলেই তিনি সবসময় বলতেন, ‘আমার ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গলের আমি’। আমরা শোকাহত । তাঁর আত্মার শান্তি কামনা করি। তার শোকাস্তব্ধ পরিবারকে সমবেদনা জানাই।(EVM News)