ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর: খাস কলকাতায় ফের ডেঙ্গুর বলি
ফের ডেঙ্গিতে মৃত্যু সল্টলেকে। ১১৫ দত্তাবাদ মেন রোডের বাসিন্দা প্রতিমা মন্ডল। চলতি মাসের ২৭ তারিখে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হন বয়স ৫২-এর প্রতিমা মন্ডল। জানা যায়, হাসপাতালে ভর্তির ৪ দিন আগে থেকেই জ্বরে ভুগছিলেন প্রতিমা মন্ডল।
চৌরঙ্গীর কল সেন্টারে পুলিশ | গ্রেফতার ৪০ জন কর্মী
গত সপ্তাহে সল্টলেকের এই ব্লকেই এক বাসিন্দার মৃত্যু হয় ডেঙ্গিতে। এরপর আজ বৃহস্পতিবার সকাল ৭:৫০ নাগাদ বিধাননগর মহকুমা হাসপাতালে মারা যান প্রতিমা মন্ডল। সল্টলেক দত্তাবাদের বাসিন্দারা জানান, বিধাননগর পুরসভার তরফ থেকে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না। জায়গায় জায়গায় নোংরা-আবর্জনা পড়ে থাকে। বেশ কয়েক জায়গার রাস্তা খারাপ হওয়ার কারণে জল জমে থাকে। সেই জমা জল থেকে ডেঙ্গির লার্ভা হয়ে ডেঙ্গি ছড়াচ্ছে সল্টলেক এলাকায়।
২ সপ্তাহের মধ্যে একই ব্লকের দুইজনেরই ডেঙ্গিতে মৃত্যুতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তবে এই বিষয়ে পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে, “পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মশার তেল ও ব্লিচিং পাউডার ছড়াচ্ছে। কিন্তু মানুষ নিজে সচেতন নয়। সেই কারণে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে সল্টলেক এলাকায়”। এই মুহূর্তে বিধাননগর পুরসভা অন্তর্গত এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২ হাজারেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে। ইভিএম নিউজ