ইভিএম নিউজ ব্যুরো,৩০ এপ্রিলঃতিহারে ১২ দিনের জেল হেফাজতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতর কন্যা সুকন্যা মন্ডল। নির্দেশ দিল দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্ট। ভার্চুয়াল মাধ্যমেই তাঁকে আদালতে হাজির করানো হয়। অবশেষে তিহার জেলে যেতেই হচ্ছে কেষ্টর কন্যা সুকন্যা মন্ডলকে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল গরু পাচার মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই ইডির হাতে গ্রেফতার হন সুকন্যা। গ্রেফতারির পর শনিবার পর্যন্ত ইডির হেফাজতে পাঠানো হয় তাঁকে। ইডি সূত্রে দাবি, সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেন। তার পরই সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়।
গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে রেখেছে ইডি। আর তারপর অনুব্রত এবং তাঁর পরিবারের সম্পত্তি সংক্রান্ত খোঁজখবর জানতে মেয়ে সুকন্যাকেও তলব করে ইডি। গত মার্চ মাসেই তাঁকে এক বার তলব করা হয়। কিন্তু তিনি সমস্ত বিষয়টাই এড়িয়ে যান।মোট তিন বার তিনি ইডির তলব এড়ান।

তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানানো হয়, সুকন্যা শারীরিক ভাবে অসুস্থ। সুকন্যার নামে বিপুল সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে দাবি ইডির। ব্যাঙ্কে ১৬ কোটি টাকার ফিক্সড ডিপোজ়িটও রয়েছে সুকন্যার। এই সম্পত্তি হিসাব বহির্ভূত সম্পত্তি বলে দাবি করেন ইডি। গরু পাচারকাণ্ডের সঙ্গে তাঁর যোগ থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। ইডির দাবি, বিপুল সম্পত্তি নিয়ে কেষ্ট-কন্যার কাছে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি তাঁর কোন সদুত্তর দেননি। পুরোটাই এড়িয়ে যান।আর ওই কারণেই অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হয়। এরপর দিনভর জিজ্ঞাসাবাদ করে ইডি। আর তারপরই গ্রেফতার করা হয় কেষ্টর কন্যা সুকন্যাকে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর