ইভিএম নিউজ ব্যুরো, ২৩ জুনঃ (Latest News) পঞ্চায়েত নির্বাচনে প্রত্যক বুথে নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন যাতে প্রত্যক বুথে কেন্দ্রীয় বাহিনী বহাল করে সেই দাবী তুলে সংগ্রামী যৌথ মঞ্চের ভোটকর্মীরা রাস্তায় নামলেন। সংগঠনের সদস্যদের দাবী ২০১৩ সালে যে ভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা হয়েছিল, সেইভাবে যাতে নির্বিঘ্নে ভোট করায় কমিশন।
Media error: Format(s) not supported or source(s) not found
Download File: https://newsevm.com/wp-content/uploads/2023/06/WhatsApp-Video-2023-06-22-at-9.46.05-PM.mp4?_=1তারই দাবীতে আগামী ২৫ শে জুন কলকাতার শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। হাওড়া ও শিয়ালদহ দুই জায়গা থেকে ওদিন মহামিছিল করে শহীদ মিনার যাবেন সদস্যরা । তারই প্রচারে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটিসেন্টারের মহকুমা শাসকের দফতর ভবন থেকে মিছিল সংগঠিত করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা । মিছিল শেষে মহকুমা শাসকের দফতরে এক প্রতিনিধি দল দেখা করে তাদের দাবী পত্র তুলে দেন। মূলত দাবী ভোটকর্মীরা যারা বুথে বুথে ভোট করান তাদের নিরাপত্তা যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুনিশ্চিত করে কমিশন । (EVM News)