ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর: কলেজ ছাত্রীকে ধর্ষণ! গ্রেফতার ২ অভিযুক্ত
ডায়মন্ডহারবার মন্দিরবাজারে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ঘটনার তদন্তে নেমে অবশেষে দুই অভিযুক্তকে গ্রেফতার করে মন্দিরবাজার থানার পুলিশ। ধৃতদের নাম সাহারুল হালদার ও ইউনুস হালদার। ধৃতদের বিরূদ্ধে ধর্ষনের মামলা রুজু করেছে মন্দির বাজার থানার পুলিশ।
স্কুলে ৩ দৃষ্টিহীন পড়ুয়াকে ধর্ষণ!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে সাহারুল হালদারকে হটুগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এরই পাশাপাশি ইউনুস হালদারকে সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে মন্দির বাজার থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি, ৩৪২, ৫০৬, ৩৫৪, ৩৪ আই পিসি ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।
অন্যদিকে, অভিযুক্তদের গ্রেফতারির ঘটনায় নির্যাতিতার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ। নির্যাতিতার পরিবার জানিয়েছে, এই ঘটনার পর থেকে অভিযুক্তের পরিবার তাদেরকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ঘটনায় আতঙ্কিত পরিবার। যদিও আইনের ওপর ভরসা রেখেই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। ইভিএম নিউজ