বেশ কয়েকদিন বাড়ি আর অফিস করতে করতে আপনি ক্লান্ত । একটু বেড়াতে না গেলে কাজে মন দিতে পারবেন না কিছুতেই। এদিকে একদম লাস্ট মিনিট বেড়ানোর প্ল্যান। ফলত দূরপাল্লার ট্রেনে কনফার্ম টিকিট পাওয়ার আশা পুরো বিশ বাঁও জলে। ফলত অপেক্ষায় থাকতে থাকতে বেড়াতে যাওয়ার আনন্দ একেবারে তলানিতে । তবে এবার আর নয় ওয়েটিং টিকিটের ঝক্কি। ভারতীয় রেলের নতুন প্রযুক্তিতে এবার বাড়তে চলেছে কনফার্ম টিকিটের সংখ্যা।
প্রায় প্রতিদিনই প্রযুক্তিগত দিক থেকে নিজেকে উন্নতি করছে ভারতীয় রেল। এবার কনফার্ম টিকিটের ক্ষেত্রেও নতুন এক প্রযুক্তির ব্যবহার করছে ভারতীয় রেল।
ভারতীয় রেলের অভ্যন্তরীণ সফটওয়্যার সংস্থা ‘আইডিয়াল ট্রেন প্রোফাইল’ , রেল সূত্রে জানানো হয়েছে, এই সফটওয়্যারের ব্যবহারে ওয়েটিং লিস্ট ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমে যাবে। পাশাপাশি আরও জানানো হয়েছে, ভারতীয় রেলের তরফে এই মডিউলটির সফল পরীক্ষা হয়ে গিয়েছে ইতিমধ্যেই । ফলত, আগামী দিনে এই সফটওয়্যারের ব্যবহারে যাত্রীরা বেশি পরিমাণে কনফার্ম টিকিট পাবেন বলেই আশাবাদী ভারতীয় রেল কর্তৃপক্ষ।
রেলের তরফে জানানো হয়েছে, এই সফটওয়্যার ব্যবহারের ফলে দূরপাল্লার ট্রেন থেকে রেলের আয় প্রায় ১ কোটি টাকা পর্যন্ত বেড়ে যাবে। রেলের তরফে এমনও জানানো হয়েছে, কনফার্ম টিকিটের ঘাটতি থাকায় বিপুল সংখ্যক যাত্রী রেল থেকে মুখ ফিরিয়ে বিমানকেই ভরসা করেছেন। অন্যদিকে অল্প দূরত্বে ভরসা করছেন বাসের উপর। এবার সেই যাত্রীদের ফেরানোর জন্যই রেলের তরফে এমন নয়া প্রযুক্তির ব্যবহার।