ইভিএম নিউজ ব্যুরো, ২৭ এপ্রিলঃ পেঙ্গুইনের এমআরআই! শুনে অবাক হচ্ছেন তো? আর বিশ্বে এইরকম বিরল ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের সমারসেটের ওয়েমাউথ শহরে সি লাইফ অ্যাডভেঞ্চার পার্কে। স্নায়ুজনিত সমস্যা থাকায় পার্ক কর্তৃপক্ষ পেঙ্গুইনটির চিকিৎসার বন্দোবস্ত করেন। ঠিক কি ধরনের ভারসাম্যজনিত সমস্যা তা খোঁজ খবর নিয়ে এমআরআই করার সিদ্ধান্ত করে।
জানা যায়, পেঙ্গুইনটির ফেয়ারি প্রজাতির পেঙ্গুইন। নাম চাকা। চলাফেরার সমস্যার জন্য পার্ক কর্তৃপক্ষ তার চিকিৎসার বন্দোবস্ত করেন। এই প্রসঙ্গে পার্ক কর্তৃপক্ষ বলেন, চাকার চলাফেরা করতে কিছু সমস্যা ছিল। তাই চিকিৎসকেরা তাকে এমআরআই করে দ্রুত সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এই এমআরআই স্ক্যানটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই প্রক্রিয়াটি সফল হলে অন্যান্য প্রাণীদের ওপরেও প্রয়োগ করা হবে বলে এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা।
এই প্রসঙ্গে সি লাইফ অ্যাডভেঞ্চার পার্কের কিউরেটর কিকো ইরাওলা বলেছেন, চাকা এখন সুস্থ। আর পাঁচটা পেঙ্গুইনের মতোই স্বাভাবিক জীবনযাপন করবে । ফলে কোনও চিন্তার কারণ নেই।
উল্লেখ্য, পৃথিবীতে মোট ১৭ টি প্রজাতির পেঙ্গুইন আছে। তার মধ্যে চাকা যে প্রজাতির পেঙ্গুইন, অর্থাৎ ফেয়ারি পেঙ্গুইন- এই প্রজাতিটি আকারে সবথেকে ছোট হয়।( EVM News)G-20 সামিটে যোগদান করতে শিলিগুড়িতে এসে পৌঁছলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা