ইভিএম নিউজ ব্যুরো, ৬ মার্চঃ রাত পোহালেই দোলপূর্ণিমা। আর গাছে গাছে ফুটে থাকে লাল লাল পলাশ। আর সেই পলাশের খোঁজেই অনেকেই ঘুরে আসেন পুরুলিয়া, বাঁকুড়ায়। লাল লাল পলাশে রেঙ্গে উঠে সেই সমস্ত এলাকা। তবে সচরাচর আমরা যে পলাশ দেখে থাকি। তার বাইরেও অন্য রঙের পলাশ দেখতে পাওয়া যাবে সেখানে। তার মধ্যে একটি হল সাদা পলাশ। তবে তার দাম শুনলে আপনার চোখ তো কপালে উঠতে বাধ্য!বাজার দর উঠেছে প্রায় ৮০ লক্ষ টাকা। জানা গিয়েছে, কলকাতার এক ব্যক্তি এর দর দেবেন গাছের মালিককে। আর সেই সাদা পলাশ চোখে পরতেই ঢি ঢি পরে গিয়েছে পুরুলিয়ার হুড়ারে। দলে দলে সেই পলাশ দেখতে ভিড় জমিয়েছে সেখানে। খবর পেয়ে উদ্যান পালন দফতরও খোঁজখবর শুরু করেছে। এই প্রজাতিটি থেকে যাতে চারা তৈরি করা যায় তারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর কেউ যদি গাছের কোনরকম রকম ক্ষতি করতে না পারে তারজন্য মোটা মোটা অক্ষরে লিখে দেওয়া হয়েছে ডাল বা ফুলের কেউ যদি ক্ষতি করে তারজন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে ।
বলা যায় , শ্বেতপলাশ একেবারেই বিরল । সর্বপ্রথম পুরুলিয়ায় মেলে এই শ্বেতপলাশের। এমনকি স্থানীয়রাও জানতেন না এর কথা। যেই ব্যক্তির জমিতে গাছটি রয়েছে তিনিও জানতেন না এই শ্বেতপলাশের কথা ।
তবে জানেন কি এই শ্বেতপলাশের উপকারিতা ঠিক কতটা?
এই সাদা পলাশ দূর করে বন্ধ্যাত্ব, সাথে যৌন শক্তি বার্ধক্য এমনকি অনেকে বিশ্বাস করেন দেবাদিদেব শিবঠাকুরেরও নাকি প্রিয় এই শ্বেতপলাশ।