শ্রাবণী দাশগুপ্ত, ২৩ জুনঃ(Latest News) কথায় নাকি বলে সুন্দর মুখের জয় সর্বত্র। তবে সেটা বোধহয় সব সময় সত্যি নয়। মুখের সঙ্গে সঙ্গে মনের সৌন্দর্য্যটাও দরকার হয়, আর অবশ্যই দরকার হয় ফিগার। আর সেই ফিগার মেইনটেন করার জন্য থাকতে হয় ফিট, আবার সেই ফিটনেস এর জন্য দরকার যোগাভ্যাস। একটার সঙ্গে আরেকটা ভীষণভাবে সম্পর্কিত। উঠতি মডেল এবং তারকাদের এ বিষয়টা বোঝা ভীষণ জরুরি। শুধু অভিনয় বা মডেলিং এর জগতে নয়, পুরুষ নারী নির্বিশেষে সকলেরই শরীরের ফিটনেস থাকা ভীষণই দরকার। এবার এই লক্ষ্যেই এগিয়ে এলেন টলিউডের সুপারস্টার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বৃহস্পতিবার অর্থাৎ বিশ্ব যোগা দিবস এর ঠিক পরের দিনই একটি অনুষ্ঠান এবং সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি যোগাভ্যাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন। বললেন, মানুষকে এ ব্যাপারে আরো সচেতন হতে হবে। ইতিমধ্যেই এ বিষয়ে একটি ওয়েবসাইট খুলে ফেলেছেন ঋতুপর্ণা। এদিনের অনুষ্ঠানে তিনি তার সাম্প্রতিক ছবি সম্পর্কেও বললেন অনেক কথা।
উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক পরিচিত মুখ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকজন সুপরিচিত ব্যক্তিত্ব। তাদের অনেকেই এই উদ্যোগের সঙ্গে সরাসরি যুক্ত।
বিশ্ব যোগা দিবস উপলক্ষে আয়োজিত এ দিনের অনুষ্ঠানে যোগব্যায়ামের প্রদর্শনীর ব্যবস্থাও ছিল। ছোটরাও ছিল এই অনুষ্ঠান এবং উদ্যোগের অঙ্গ।(EVM News)