সংকল্প দে, ১৭ এপ্রিলঃ সামনেই আসন্ন ঈদ উৎসব।গোটা নদিয়া শান্তিপুরে অন্যান্য উৎসবের মতোই ধুমধামের সাথে পালিত হয় ঈদ উৎসব। এই ঈদ উৎসবে যাতে কোন রকম অপ্রীতিকর দাঙ্গা যাতে না ঘটে, সেই দিকে কড়া নজর রাখলেন পুলিশ প্রশাসন। 
সোমবার অর্থাৎ আজ শান্তিপুর থানায় আয়োজন করা হল এক প্রশাসনিক বৈঠকের। সেই বৈঠকে অংশগ্রহণ করে প্রচুর সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ। এছাড়াও ছিলেন শান্তিপুর থানার সার্কেল ইন্সপেক্টর গৌরী প্রসন্ন বন্ধু, শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা। যদিও ঈদ উৎসব উপলক্ষে পুলিশের তরফ থেকে দেওয়া হয় একাধিক বার্তা। তবে পুলিশের নির্দেশকে যথেষ্টই মান্যতা দিয়ে এ বছর ঈদ উৎসব ধুমধামের সাথে পালিত হবে বলে জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা। অন্যদিকে, পুলিশ ও তাদের দায়িত্ব পালনে কোনরকম খামতি থাকবে না বলে আশ্বাসও দেওয়া হয়। (EVM News)



















