ইভিএম নিউজ ব্যুরোঃ হঠাৎ করেই শীতের আমেজ উধাও কলকাতা সহ শহরতলিগুলিতে । আবহাওয়া অফিস সুত্রে জানা গিয়েছে আজ বুধবার বিকেল পর্যন্ত শহরের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে । আবার বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রার পারদ কিছুটা কম থাকলেও শনিবার বিকেল থেকে তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করবে।
হাওয়া অফিস সুত্রে খবর , পরবর্তী সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোম-মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের নিম্নমুখী হতে পারে। আবহাওয়ার এই খামখেয়ালীপনা , শিশু ও বয়স্কদের স্বাস্থের প্রতিকূল । বিশেষ করে শিশুদের মধ্যে সর্দি-কাসির প্রবণতা দেখা দিচ্ছে। বয়স্কদের পক্ষে বিশেষ করে যাঁদের শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে, তাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
তবে ভালবাসা প্রেমিক মানুষদের জন্যে সুখবর দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১৪ ই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার বেশ খানিকটা নিচে থাকবে পারদ।