রাজীব ঘোষ, ৬ সেপ্টেম্বর: অ্যাকাউন্ট খুললেই মালামাল! ঘোষণা ব্যাঙ্কের। দেশের বেসরকারি ব্যাঙ্কগুলি গ্রাহক ধরে রাখতে মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের অফার প্রদান করে থাকে। ব্যাঙ্কিং ক্ষেত্রেও অন্যান্য মার্কেটের মতো প্রতিযোগিতা চলছে। তাই গ্রাহক ধরে রাখতে এবার গুরুত্বপূর্ণ অফার অ্যাক্সিস ব্যাঙ্কের।
Axis Bank কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তারা এবার এক নতুন সেভিংস অ্যাকাউন্ট চালু করতে চলেছে। যে সমস্ত গ্রাহকেরা এই সেভিংস অ্যাকাউন্ট নেবেন, তারা বিনামূল্যে অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে বহু সুবিধা পাবেন। গ্রাহকদের এই সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য প্রতি মাসে কোনও নির্দিষ্ট ব্যালেন্স বা মিনিমাম ব্যালেন্স জমা রাখতে হবে না। পাশাপাশি তারা একেবারে বিনামূল্যে ডেবিট কার্ডের সুবিধা পাবেন। অ্যাক্সিস ব্যাঙ্কের এই সেভিংস অ্যাকাউন্টের নাম দেওয়া হয়েছে, ইনফিনিটি সেভিংস অ্যাকাউন্ট (Infinity Savings Account)
অ্যাক্সিস ব্যাঙ্ক জানাচ্ছে, এই সেভিংস অ্যাকাউন্ট একেবারে নতুন ধরনের। গ্রাহকদের নতুন ধরনের অফার দেওয়ার লক্ষ্যে এই অ্যাকাউন্ট চালু করা হচ্ছে। এই অ্যাকাউন্ট খোলাও খুব সহজ। Video KYC প্রক্রিয়ার মধ্যেই ডিজিটালি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে গ্রাহকদের শাখায় আসারও প্রয়োজন হবে না। তবে অ্যাক্সিস ব্যাঙ্কের Infinity Savings Account খোলার ক্ষেত্রে মাস বা বছরের হিসেবে গ্রাহকদের সাবস্ক্রিপশন ভিত্তিক প্ল্যান নিতে হবে। মাসিক Subscription Plan হল ১৫০ টাকা। এক্ষেত্রে অন্ততপক্ষে ৬ মাসের জন্য এই প্ল্যান নিতে হবে। প্রথমেই ৬ মাসের সাবস্ক্রিপশন কেটে নেওয়া হবে। তারপর ৩০ দিন পর মাসিক Subscription ১৫০ টাকা করে নেওয়া হবে।
যদি কোনও গ্রাহক বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান নিতে চান তাহলে তাকে ১৬৫০ টাকা দিতে হবে। এই এক বছর প্ল্যানের মধ্যে সমস্ত সুবিধা পাওয়া যাবে। তারপরে মেয়াদ শেষ হলে অটোমেটিক রিনিউ করা হবে। অ্যাক্সিস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে কি কি সুবিধা পাওয়া যাবে, এক নজরে দেখে নেওয়া যাক।
রেলের শেয়ারে মাত্র ৬ মাসে টাকা ডবল!
গ্রাহকরা অ্যাক্সিস ব্যাঙ্ক গ্র্যাব ডিলস প্ল্যাটফর্মে ক্যাশব্যাক-এর মত অতিরিক্ত সুবিধা পাবেন। এই প্ল্যাটফর্মে Amazon, Flipkart ও Mintra-র মতো ৩০টির বেশি সংস্থা যুক্ত রয়েছে। গ্রাহকেরা যে ডেবিট কার্ড ব্যবহার করবেন, সে ক্ষেত্রে কোনও লেনদেনে ১ শতাংশ ক্যাশব্যাক পাবেন। ৫০০ টাকার গ্র্যাব ডিল ভাউচার অর্থাৎ ৫০০ টাকা পর্যন্ত ১৫ শতাংশ ছাড় ও ৩০ দিনের মধ্যে ডেবিট কার্ড ব্যবহারের জন্য অনলাইনে পুরস্কার পাওয়া যাবে। গ্রাহকদের আকৃষ্ট করতেই অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে এই নতুন ধরনের সেভিংস অ্যাকাউন্ট চালু করা হয়েছে। ইভিএম নিউজ