৩ পরিযায়ী শ্রমিকের অরুনাচলপ্রদেশে রহস্যজনক মৃত্যু। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত  রেণুবাড় গ্রামের বাসিন্দা তাঁরা। জানা গিয়েছে, এক কন্ট্রাকটারের মাধ্যমে ১৫ দিন আগে অসমে কাজের জন্য নিয়ে যাওয়া হয় তিন শ্রমিককে। বৃহস্পতিবার পরিবারের লোকজনকে জানানো হয়,  ঐ কন্ট্রাকটর অরুনাচল প্রদেশে ওই তিন শ্রমিককে কাঠের কাজের জন্য পাঠিয়েছেন। সেখানে দিবাং ভ্যালি থানার আনিনি  মেন টাউনে রয়েছেন তাঁরা। ওই তিন শ্রমিক হলেন শেখ মুজিবর(৩০), সৈয়দ সানি(১৯), শেখ সোয়েল(১৮)। হঠাৎ করেই জানা যায় একই ঘরে ওই তিন শ্রমিকের  মৃত্যু ঘটেছে। এমনই ভয়ঙ্কর ফোন আসে পরিবারের কাছে শুক্রবার বিকেলে। এরপর পরিবারের লোকজন খোঁজখবর নেওয়ার চেষ্টা করলেও যাঁরা ফোন করে তাঁদের এই খবর দেন , তাঁদের ফোন এরপর সুইচ অফ হয়ে যায়। পরিবারের তরফে, কোলাঘাট থানায় বিষয়টি জানানো হয়। নুর আলম খান নামের ওই কন্ট্রাকটারের সঙ্গে পুলিশ যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে। যদিও এখনও ওই কন্ট্রাকটারের খোঁজ মেলেনি।

অরুনাচল প্রদেশের পুলিশ সূত্রের খবর, বাড়ির মধ্যেই অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে এ-রাজ্যের ৩ পরিযায়ী শ্রমিকের। অরুনাচল প্রদেশের দিবাং ভ্যালি এলাকায় তীব্র ঠাণ্ডার কারণে ঘরের মধ্যেই কাঠ জ্বালিয়ে ঘর গরম রাখার জন্যই এমন ঘটনা ঘটেছে বলে খবর। যদিও পরিবারের  লোকজন এই দাবি মানতে নারাজ।তবে পরিবার সূত্রের খবর তিনটি দেহই অরুনাচল প্রদেশ থেকে অসমে নিয়ে আসা হয়েছে। রবিবার রাতের দিকে তিনটি দেহই গ্রামের বাড়িতে পৌঁছে যাবে বলে মনে করছেন ম্রিতদের পরিবারের লোকজন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর