মাধব দেবনাথ,নদীয়া: সংসারে রয়েছে অভাব অনটন, তাই সাতদিনের সদ্যোজাত কন্যা সন্তানকে মানুষ করতে পারবে না বলে অন্য দম্পতির হাতে তুলে দেয় সদ্যজাত শিশুর বাবা-মা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে সদ্যোজাত কন্যা সন্তানকে উদ্ধার করল নদীয়া চাইল্ড লাইনের কর্মীরা। সূত্রের খবর দিন কয়েক আগে নদীয়ার হাঁসখালি থানা এলাকার বাসিন্দা রঘুনাথ সরকার রানাঘাট থানার তারাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাপস বিশ্বাসের সাথে যোগাযোগ করে। এরপর তার সাত দিনের সদ্যজাত শিশু কন্যাকে তাদের হাতে তুলে দেয়।
গোপন সূত্রে খবর পায় নদিয়া চাইল্ড লাইন। শুক্রবার নদিয়া চাইড লাইনের কর্মীরা যোগাযোগ করে রানাঘাট থানার সাথে, এরপর পুলিশকে সাথে নিয়ে তারাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাপস বিশ্বাসের বাড়িতে হানা দেয়। তাপস বিশ্বাস বৈধ কাগজপত্র না দেখাতে পারলে ওই সদ্যোজাত শিশুকন্যাকে উদ্ধার করে চাইড লাইনের কর্মীরা। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল চেকআপ করানো হয়। তবে দম্পতির হাতে সাত দিনের সদ্যজাত শিশু কন্যাকে তুলে দেওয়ার ঘটনার পেছনে আর্থিক লেনদেন আছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। চাইল্ড লাইন সূত্রের খবর, এখন ওই সদ্যোজাত শিশুকন্যাকে হোমে রাখার ব্যবস্থা করবেন তারা। এছাড়াও শিশুকন্যাকে তাপস বিশ্বাস কিভাবে নিয়েছিলেন তার তদন্ত করছে রানাঘাট থানার পুলিশ।