ইভিএম নিউজ ব্যুর, ১৫ মার্চঃ দীর্ঘ  প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল  পরিচালক অতনু ঘোষ ও  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবি ‘শেষের পাতা’র ট্রেলার। ‘ময়ূরাক্ষী’, ‘রবিবার’-এর পর  আবারও এক সাথে দেখা যাবে এই পরিচালক অভিনেতার জুটিকে।  পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকে। এছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও রায়তী ভট্টাচার্যকে।

প্রসঙ্গত, বেশ কিছু বছর ধরেই সকলের পছন্দে রয়েছেছেন পরিচালক-অভিনেতা জুটি  প্রসেনজিৎ -অতনু। অতনু যে একজন ভালো পরিচালক তার ছাপ রেখে গেছেন তার পরিচালিত ছবিগুলোর মাধ্যমে। আর তা একাধিকবার সংবাদ মাধ্যমে খোলাখুলি স্বীকারও করেছেন বুম্বাদা।

জানা গিয়েছে, ছবিতে বুম্বাদা অভিনীত চরিত্রটির নাম বাল্মীকি। বাল্মীকির স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রোশনিকে। শেষ পর্যন্ত কি লেখা হবে বাল্মীকির স্ত্রী’র জীবনী? এই গল্পের পরিণতিই কী হবে? ‘শেষ পাতা’য় সেই কাহিনিই তুলে ধরেছেন পরিচালক অতনু ঘোষ। উল্লেখ্য, এই ছবিতে সবথেকে বড় প্রাপ্তি প্রসেনজিতের কণ্ঠে ছবির একটি গান। সব ঠিক থাকলে  আগামী ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর