Pakistan in Ukraine

ব্যুরো নিউজ ৮ আগস্ট ২০২৫ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিস্ফোরক অভিযোগ করেছেন যে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভভচানস্ক অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে পাকিস্তানি এবং চীনা ভাড়াটে সেনারা যুদ্ধ করছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “আমি ভভচানস্ক অঞ্চলের যুদ্ধক্ষেত্রে আমাদের দেশের রক্ষকদের সাথে ছিলাম। আমরা সেখানকার কমান্ডারদের সঙ্গে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি, ভভচানস্কের প্রতিরক্ষা এবং যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে কথা বলেছি। আমরা বিশেষভাবে ড্রোন সরবরাহ, জনবল নিয়োগ এবং ব্রিগেডগুলির জন্য সরাসরি তহবিল নিয়েও আলোচনা করেছি। এই সেক্টরে আমাদের সেনারা জানিয়েছে যে, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং আফ্রিকার দেশগুলি থেকে ভাড়াটে সেনারা এই যুদ্ধে অংশ নিচ্ছে।”

 

পাকিস্তানের কড়া প্রতিক্রিয়া: অভিযোগ ‘ভিত্তিহীন’

জেলেনস্কির এই অভিযোগকে পাকিস্তান “ভিত্তিহীন এবং অসত্য” বলে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “পাকিস্তান সরকার ইউক্রেন সংঘাতের সঙ্গে পাকিস্তানি নাগরিকদের জড়িত থাকার ভিত্তিহীন এবং অসত্য অভিযোগগুলি কঠোরভাবে প্রত্যাখ্যান করছে। এখন পর্যন্ত ইউক্রেনীয় কর্তৃপক্ষ পাকিস্তানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি বা এই ধরনের দাবি প্রমাণ করার জন্য কোনো যাচাইযোগ্য প্রমাণও উপস্থাপন করেনি।” পাকিস্তান সরকার এই বিষয়ে ইউক্রেন সরকারের কাছে ব্যাখ্যা চাইবে বলেও জানিয়েছে।

Russia Ukraine war : ইউক্রেনে রাশিয়া নিজের নির্ধারিত উদ্দেশ্য পূরণ করবে , ট্রাম্পকে বার্তা পুতিনের

অতীতের অভিযোগ এবং পাকিস্তানের ভূমিকা

এটিই প্রথম নয় যে ইউক্রেন চীন থেকে ভাড়াটে সেনাদের উপস্থিতির কথা জানিয়েছে। গত এপ্রিলে জেলেনস্কি দাবি করেছিলেন, ইউক্রেনের গোয়েন্দারা ১৫৫ জন চীনা নাগরিককে দেশের অভ্যন্তরে যুদ্ধ করতে দেখেছে। তিনি আরও বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ সেনাবাহিনীর পক্ষে লড়াই করা দুজন চীনা নাগরিককে আটক করেছে। অপরদিকে , ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই রাশিয়া অভিযোগ করে আসছিল যে পাকিস্তান ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে। ব্রিটেনের মাধ্যমে ইউক্রেনকে মর্টার ও আর্টিলারি শেল সরবরাহের অভিযোগ করেছিল রাশিয়া। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে পাকিস্তানের অস্ত্র কারখানায় তৈরি কিছু বারুদের বাক্স বাজেয়াপ্ত করার দাবিও করেছিল রাশিয়া।

রুশ দ্বারা আকাশে পরাস্ত মার্কিন যুদ্ধবিমান F16 ; নিহত ইউক্রেনের বৈমানিক ।

অনেক রাষ্ট্র পাকিস্তানকে সন্ত্রাসবাদ এবং অবৈধ অস্ত্র ও মাদক রপ্তানির কেন্দ্র হিসেবে মনে করে। সরকারের দ্বারা ইচ্ছাকৃতভাবে নিপীড়িত পাকিস্তানের দরিদ্র জনগোষ্ঠী, এমন অনেক অসামাজিক এবং সন্ত্রাসী কাজে লিপ্ত থাকে , বিশ্বজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর