Bengal BJP worker exams

ব্যুরো নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ : আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নামছে বিজেপি। পুজার পর থেকেই রাজ্যে নিবিড়ভাবে ভোট প্রচার শুরু করতে চাইছে গেরুয়া শিবির। এই লক্ষ্যে এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ‘বিস্তারক’ নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, যাতে যোগ্যতার ভিত্তিতে সঠিক ব্যক্তিরা নির্বাচিত হন।

 

বিস্তারকের কাজ কী?

বিজেপি রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে বিস্তারক নিয়োগ করবে। এই বিস্তারকরা নিজ নিজ এলাকায় গিয়ে দলের সাংগঠনিক বিস্তার, কার্যকারিতা বৃদ্ধি এবং বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে সমন্বয় সাধনের কাজ করবেন। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আংশিকভাবে এই কৌশল গ্রহণ করেছিল।

Kolkata Flooded : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: ক্ষতিপূরণ নিয়ে বিজেপি-তৃণমূল বাগযুদ্ধ, কলকাতার পরিকাঠামো নিয়ে প্রশ্ন

যোগ্যতা বিচারের নতুন পদ্ধতি

এবারে বিস্তারক নিয়োগের ক্ষেত্রে বিজেপি শুধুমাত্র দলীয় পরিচয়ের উপর নির্ভর করছে না। এবার আবেদনকারীদের যোগ্যতা যাচাই করার জন্য একাধিক স্তর ব্যবহার করা হবে। বিজেপি সূত্রে খবর, প্রথম ধাপে আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের ডাকা হবে গ্রুপ ডিসকাশন ও ভাইভা পরীক্ষার জন্য। এরপরই চূড়ান্তভাবে তাদের নিয়োগ করা হবে।

বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এই স্বচ্ছ বাছাই প্রক্রিয়া নিশ্চিত করতে চেয়েছেন। এর মূল উদ্দেশ্য হলো, বিস্তারক নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ যাতে না ওঠে, তা নিশ্চিত করা।

Ladakh : লাদাখে সহিংস প্রতিবাদ, কারফিউ জারি: ‘3 ইডিয়টস’ খ্যাত সোনম ওয়াংচুকের বিরুদ্ধে উস্কানির অভিযোগ।

আবেদনকারীর সংখ্যা

বিজেপি সূত্রে খবর, এবার বিস্তারক হওয়ার জন্য আবেদনকারীর সংখ্যা আগের তুলনায় অনেক বেশি। প্রায় ৫০০ জন যোগ্য ব্যক্তি আবেদন করেছেন। আগামী ৪-৫ দিনের মধ্যে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজেপির অন্যতম সহ-সভাপতি রথীন্দ্রনাথ বোস জানান, যারা বিস্তারক হবেন, তাদের দল, দলীয় নীতি ও ভাবধারা সম্পর্কে কতটা জ্ঞান আছে তা লিখিত এবং আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে। নির্বাচিত বিস্তারকদের দুই দিনের একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরে পাঠানো হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর