ব্যুরো নিউজ,৮ মার্চ:ডব্লিউপিএলে আরও এক হাড্ডাহাড্ডি লড়াই! শেষ ওভারে গিয়ে ম্যাচের ফয়সালা হল, আর মাত্র দু’বল বাকি থাকতেই গুজরাত জায়ান্টসকে দুর্দান্ত জয় এনে দিলেন হরলিন দেওল। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং দুর্দান্ত ইনিংস খেললেও, শেষ হাসি হাসলো গুজরাত।শুক্রবারের ম্যাচে প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত। দিল্লির হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন মেগ ল্যানিং। মাত্র ৫৭ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১৫টি চার ও ১টি ছক্কা।
রঙের উৎসবে সৈকত ভ্রমণে যাওয়ার কথা ভাবছেন? সতর্ক থাকুন, না হলে কিন্তু বিপদ!
২০তম ওভারের চতুর্থ বলে আউট
দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭৭ রান।ওপেন করতে নেমেই ল্যানিং প্রথম থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন। শেফালি ভার্মার সঙ্গে দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ গড়েন। পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারেই দিল্লি তুলে নেয় ৫১ রান। শেফালি করেন ২৭ বলে ৪০ রান, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। তবে, এরপর দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দিল্লি। ল্যানিং একদিক ধরে রেখে খেললেও, শেষ পর্যন্ত ২০তম ওভারের চতুর্থ বলে আউট হয়ে যান।
গুজরাতের সামনে লক্ষ্য ছিল ১৭৮ রান। তবে শেষ দিকে জয়ের জন্য যখন ১৮ বলে ৩২ রান প্রয়োজন, তখন মনে হচ্ছিল ম্যাচ দিল্লির দিকেই ঝুঁকে রয়েছে। দিল্লির হয়ে জেস জোনাসেন পরপর দুই বলে দিয়ান্দ্রা ডটিন (২৪) ও ফিবি লিচফিল্ড (০)-কে আউট করে দিল্লির জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেন। কিন্তু, ক্রিজে তখনো ছিলেন হরলিন দেওল।
হোলি-দোল উৎসবের আগেই পারদ ঊর্ধ্বমুখী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম বৃদ্ধি
শেষ পর্যন্ত গুজরাতের জয়ের নায়ক হয়ে উঠলেন হরলিন! মাত্র ৪৯ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে দিলেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। তার ব্যাটিংয়ের দাপটে দিল্লির জয় হাতছাড়া হয়ে যায়।তবে, এই হারের পরেও ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, গুজরাতের এই জয় টুর্নামেন্টের প্লে-অফের সমীকরণ জমিয়ে তুলল!