উইমেন্স প্রিমিয়র লিগ ২০২৫: আরসিবি বনাম গুজরাট জায়ান্টস – উদ্বোধনী ম্যাচ

ব্যুরো নিউজ,১৪ ফেব্রুয়ারি :অবশেষে অপেক্ষার অবসান! শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়র লিগের নতুন মরশুম। ডব্লিউপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ গুজরাট জায়ান্টস, যাদের নেতৃত্বে থাকবেন অ্যাশলেই গার্ডনার। এই হাই-ভোল্টেজ ম্যাচটি সবার নজর কাড়বে, বিশেষ করে স্মৃতি মন্ধনা এবং অ্যাশলেই গার্ডনারদের মত প্রতিভাবান খেলোয়াড়দের উপস্থিতিতে।

এই দিনটিতেই আজ থেকে ৬ বছর আগে ঘটেছিল পুলওয়ামা হামলা, নারকীয় ঘটনার সাক্ষী গোটা দেশ 

প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে কবে?

আরসিবি বনাম গুজরাট জায়ান্টস ডব্লিউপিএল ২০২৫-এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে। ভারতীয় সময় অনুযায়ী, এই ম্যাচের শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। টস হবে ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধ্যা ৭টায়।

ভারতে এই ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্বে থাকবে ডিজনি প্লাস হটস্টার। অর্থাৎ, আপনি সম্পূর্ণ বিনামূল্যে হটস্টার অ্যাপ বা ওয়েবসাইটে এই ম্যাচটি উপভোগ করতে পারবেন।উইমেন্স প্রিমিয়র লিগ ২০২৫-এর প্রথম ম্যাচটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

পুলওয়ামা হামলার ৬ বছরঃ ১৪ ফেব্রুয়ারি, একটি কলঙ্কিত দিন

আরসিবি স্কোয়াডে রয়েছেন স্মৃতি মন্ধনা (ক্যাপ্টেন), ড্যানি ওয়াট, সাব্বিনেনি মেঘনা, আশা শোভনা, চার্লি ডিন, এলিস পেরি, জর্জিয়া ওয়ারহ্যাম, হেথার নাইট, ভিজে যোশিতা, কণিকা আহুজা, কিম গার্থ, প্রেমা রাওয়াত, রাঘবী বিস্ট, শ্রেয়াঙ্কা পাতিল, রিচা ঘোষ, একতা বিস্ট, জাগ্রবী পাওয়ার, রেনুকা সিং। অন্যদিকে গুজরাট জায়ান্টসের স্কোয়াডে আছেন অ্যাশলেই গার্ডনার (ক্যাপ্টেন), ভারতী ফুলমালি, লরা উলভার্ট, ফোবি লিচফিল্ড, সিমরন শেখ, ড্যানিয়েল গিবসন, দয়ালান হেমলতা, দিয়েন্দ্রা ডটিন, হার্লিন দেওয়ল, সায়লি সাতঘরে, তনুজা কানওয়ার, বেথ মুনি, কাশবি গৌতম, মন্নত কাশ্যপ, মেঘনা সিং, প্রকাশিকা নায়েক, প্রিয়া মিশ্র, শবমন শাকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর