ব্যুরো নিউজ ১৮ই আগস্ট ২০২৫ : ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বার্তায় তিনি বলেন, বিশ্বমঞ্চে ভারত তার যোগ্য সম্মান অর্জন করেছে এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও তিনি বিশেষভাবে তুলে ধরেন। পুতিন আরও বলেন, “সামাজিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ব্যাপক সাফল্য অর্জন করেছে। আমরা ভারতের সঙ্গে আমাদের বিশেষ, কৌশলগত অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দিই।”
যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরায়েলের শুভেচ্ছা:
মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম এই দুই গণতন্ত্রের মধ্যেকার ঐতিহাসিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, দুই দেশ একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং সুরক্ষিত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য একজোট হয়ে কাজ করছে।
এদিকে, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতীয় জনগণকে তাদের ৭৯তম স্বাধীনতা দিবসে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি তাঁর বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গে ফেব্রুয়ারিতে সাক্ষাতের কথা স্মরণ করেন এবং ২০৪৭ ও তার পরেও দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার আশা ব্যক্ত করেন।
গাজার সঙ্গে চলমান সংঘাতের আবহেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ইসরায়েল এবং ভারত দুটি গর্বিত গণতন্ত্র, ইতিহাস, উদ্ভাবন এবং বন্ধুত্বের দ্বারা আবদ্ধ।”
নেপাল ও মালদ্বীপের বার্তা:
নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং ভারতের জনগণকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, নেপাল ভারতের সঙ্গে তার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে গভীরভাবে মূল্যায়ন করে।
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ভারতের নাগরিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভারত সবসময়ই মালদ্বীপের একজন “অবিচল বন্ধু ও প্রতিবেশী”, যার উপর মালদ্বীপের মানুষ সব সময় নির্ভর করতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে।
দেশজুড়ে উদ্যাপন:
ভারতের জনগণ দেশজুড়ে গর্ব এবং উদ্দীপনার সঙ্গে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন, এবং দেশের বিভিন্ন শহর ও গ্রামেও সাধারণ মানুষ পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে এই দিনটি উদযাপন করেন।