ইভিএম নিউজ ব্যুরো, ১৩ ফ্রেব্রুয়ারিঃ জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে বসেছিল একটি অনুষ্ঠানের আসর। আর সেই অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে বসেছিল হরেক রকমএর দোকান। তেমনি একটি গ্যাস বেলুনের সিলিন্ডার নিয়ে বসেছিল এক গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদার।রাত সাড়ে ন’টা নাগাদ সেই বিক্রেতার সিলিন্ডারটি বিস্ফোরণ করলে গুরুতর আহত হন জনা দশেকের বেশি সাধারন মানুষ। যারা ওই অনুষ্ঠান উপলক্ষে সেখানে ভিড় করেছিলো। এই ঘটনায় কুতুব উদ্দিন মিস্ত্রি(৩৬),শাহিন মোল্লা(১৪), আবির গাজি সহ গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদারের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও প্রায় দশজন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটার খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জির নেতৃত্বে থাকা বিশাল পুলিশ বাহিনী।সাহায্য করে গ্রাম লাগোয়া বকুলতলা থানার পুলিশ কর্মীরাও। কারণ, অনুষ্ঠান মঞ্চ ও সারি সারি দোকানগুলি বসে ছিল এই দু’টি থানার মধ্যেকার স্থলে। ঘটনাস্থলেই রাস্তার ওপর পড়ে রয়েছে রক্তের ছাপ। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
