ইভিএম  নিউজ ব্যুরো, ২২ এপ্রিলঃ দুদিনের মধ্যে খুনের কিনারা করে অপরাধীকে  গ্রেপ্তার করল সাঁকরাইল থানার পুলিশ। খুনে ব্যবহৃত  ছুরিও উদ্ধার হয়েছে।

গত ২০শে এপ্রিল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে লাউদহ গ্রামের আদিবাসী পাড়া এলাকার এক মহিলা ছাগল চড়াতে গিয়ে মঙ্গলবাঁধি খালের পাশে খুন হয়। একটি গাছের নিচে থেকে ঐ মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।

জানা গিয়েছে, মহিলার পেটে ক্ষতর দাগ ছিল। পরিবারের দাবি প্রতি দিনের মতো সেই দিনও ছাগল চড়াতে গিয়েছিল এই আদিবাসী মহিলা। মৃত  মহিলার নাম পূর্ণিমা মান্ডি, বয়স আনুমানিক ৩২। বাড়ি সাঁকরাইল ব্লকের লাউদহ গ্রামের আদিবাসী পাড়াতে।

পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঝাড়গ্রাম  হাসপাতালে। ঘটনাস্থলে এসে খতিয়ে দেখে পুলিশ।  ডিএসপি সব্যসাচী ঘোষের নেতৃত্বে তদন্ত শুরু করে সাঁকরাইল থানার পুলিশ।কোচবিহারে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির

মৃতের স্বামীর গত ২০ তারিখের থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে  প্রতিবেশী রঞ্জিত মান্ডিকে জেরা শুরু করে। পুলিশ তদন্তে করে জানতে পারে দীর্ঘ দিন ধরে রঞ্জিত ও পূর্ণিমার প্রেম ভালবাসার সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে পূর্ণিমা মান্ডী বেরিয়ে আসতে চাইছিলেন। সে জন্যই খুন করে প্রেমিক রঞ্জিত। তাকে প্রথমে শ্বাসরোধ করে, পরে  মৃত্যু নিশ্চিত করতে একাধিক বার ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে।

শনিবার  ধৃতকে ঝাড়গ্রাম আদালতে পেশ করলে ৪ দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনার তদন্ত চলছে। এর পেছনে অন্য আরও কোন রহস্য রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। (EVM News)এক মহিলার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাহেবঘাটায়

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর