ইভিএম নিউজ ব্যুরো, ৬ জুনঃ (Latest News)

আজ ৬ই জুন মঙ্গলবার আদিবাসী কুড়মী সমাজ নেতৃত্বের মুক্তির দাবিতে আদিবাসী কুড়মী সমাজের বিশাল জনসমাবেশ হবে ঝাড়্গ্রামে। সেই জনসমাবেশে সামিল হওয়ার জন্য পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক ও অঞ্চল থেকে হাজার হাজার লোক রওনা দিলেন পুরুলিয়া  বান্দোয়ানের যমুনা ব্রিজ থেকে ঝাড় গ্রামের উদ্দেশে। সমাবেশের স্থান অফিসার্স ক্লাব মাঠ ঝাড়গ্রাম । এদিন পুরুলিয়া থেকে প্রায় ২০০ বাস এবং ৩০০ থেকে সাড়ে তিনশোর মত ছোট গাড়ি নিয়ে অজিত মাহাতোর নেতৃত্বে পুরুলিয়া জেলার সমস্ত ব্লক ও অঞ্চল থেকে রওনা দেয় ঝাড় গ্রামের পথে।

সূত্রে খবর অনুযায়ী জানা যায়, পুরুলিয়া থেকে যে সংখ্যায় মানুষ ঝাড়গ্রামের পথে রওনা দিয়েছে তাতে  হয়তো এই জনসভায় ব্রিগেডের যেকোন রাজনৈতিক দলের জনসভা কে হার মানাতে পারে। এমনটাই দাবি করা হচ্ছে আদিবাসী কুড়মী সমাজের পক্ষ থেকে। এর আগে হয়তো জঙ্গলমহলবাসী দেখেছে কোন রাজনৈতিক দলের সমাবেশ এবং বেশ কিছুদিন আগে সর্বভারতীয় তৃণমূলের সম্পাদক অভিষেক ব্যানার্জির নবোজোয়ার কর্মসূচিতে মানুষের সমাবেশ। কিন্তু এবার এই জঙ্গলমহল দেখতে চলেছে আদিবাসী কুড়মী সমাজের বিশাল সমাবেশ, যেখানে হাজার হাজার জঙ্গলমহলের লোক  সামিল হতে চলেছে ঝাড়গ্রামে।

আদিবাসী কুড়মি সমাজ এদিন মূলত যে দাবিদাওয়া গুলোকে সামনে রেখে তাদের এ জনসমাবেশ সামিল হবেন  সে গুলো হল (১) অনৈতিকভাবে গ্রেপ্তার হওয়ার সমাজ নেতৃত্বদের অবিলম্বে মুক্তি দিতে হবে (২)শান্তিপূর্ণ সমাজ আন্দোলনকে কালিমালিপ্ত করার চক্রান্ত বন্ধ করতে হবে। (৩)অবিলম্বে সিআরআই এর উপর নির্ভুল কমেন্ট ও জাস্টিফিকেশন কেন্দ্রে পাঠাতে হবে।

(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর