ব্যুরো নিউজ, ৩ জুলাই : বুধবার সকাল থেলললঅকে আকাশের মুখ ভার। দেখা মেলেনি সর্যের। বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। গোটা দেশে যেহেতু বর্ষা ঢুকে গেছে, সেই কারণে আপাতত বৃষ্টি কমার সম্ভাবনা নেই। জোড়া ঘুর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এবার কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ছেঁড়া জিন্স, টি-শার্ট
কলকাতা-সহ জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা
বুধবার ও বৃহস্পতিবার কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে বাংলার সহ দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন।