WEATHER

ব্যুরো নিউজ, ২৮ জুন : সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। জেলা জুড়ে হালকা বৃষ্টিপাতও চলছে। আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা।

রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে রাজভবনে নয়া নির্দেশিকা জারি

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি

শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু অংশ, ও  কলকাতাতেও রবিবার দিনভর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।

BJP Helpline

অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। মালদহ ও দুই দিনাজপুরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর