today weather report

ব্যুরো নিউজ, ১৯ এপ্রিল: বর্তমানে কোনোভাবেই মুক্তির সম্ভাবনা নেই তীব্র দাবদাহ থেকে। বরং হাওয়া অফিস সূত্রে খবর, আরও তাপমাত্রা বাড়তে পারে ভোট উত্তাপের মধ্যে। হাওয়া অফিস আগামী ৩-৪ দিন চাঁদিফাটা গরমের সতর্কতা জারি করল। তাপমাত্রা বাড়তে পারে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত।

চ্যাটচ্যাটে গরমকালে চটপট বানিয়ে ফেলুন ঠান্ডা ‘বেলের শরবত’, পেটও হবে ঠান্ডা

পুড়ছে বঙ্গবাসী, এখনই মিলছে না কোনো স্বস্তির আভাস

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে , আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। অপরদিকে, ৪ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমের জেলায়। তবে, শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের কয়েকটি জেলায়।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে, তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ২২ এপ্রিল অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই সোমবারের আগে। তবে, ২২ এপ্রিল দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। তবে, তাপমাত্রা কমার কোনও সম্ভবনা নেই এই বৃষ্টির জেরে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর