rain

ব্যুরো নিউজ, ২ ফেব্রুয়ারি:  উত্তর থেকে দক্ষিন সর্বত্রই চলছে বৃষ্টির দাপট। বৃষ্টির সাথে সাথে কুয়াশাও পাল্লা দিয়ে ব্যাটিং করছে। গত কিছুদিন ধরেই বৃষ্টি আর কুয়াশার জোড়া দাপট অব্যাহত। এরই মধ্যে দুয়ারে কড়া নাড়ছে বাঙ্গালির অন্যতম প্রিয় উৎসব সরস্বতী পুজো। এখন সকলের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। বৃষ্টি কমে কী ঠাণ্ডা বাড়াবে? নাকি বৃষ্টির জেরে বঙ্গ থেকে বিদায় নেবে ঠাণ্ডা?

বঙ্গে বৃষ্টি আর কুয়াশার জোড়া দাপট অব্যাহত  

rainy weather

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দঃ বঙ্গের জেলা যেমন উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলী ও নদীয়ায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলা যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই।

আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯৪ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৮৩ শতাংশ।

দঃ বঙ্গের জেলার পাশাপাশি উঃ বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উঃ ও দঃ দিনাজপুর, ও মালদায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর