suvendu adhikari visit cricketer richa ghosh

ব্যুরো নিউজ,  ২৯শে নভেম্বর ২০২৫ : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ শিলিগুড়িতে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যা রিচা ঘোষের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে বিরোধী দলনেতার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক যেমন শঙ্কর ঘোষ এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ।

বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে ‘ সোনার মেয়ে ‘ কে একাধিক পুরস্কার প্রদান

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রিচা ঘোষের প্রতি তাঁর অবদানকে সম্মান জানাতে এদিন বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে তাঁকে একাধিক পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারের মধ্যে রিচাকে দেওয়া হয়েছে একটি খাঁটি সোনার গলার চেন। এছাড়াও, একটি এনজিও-এর তরফ থেকে তাঁকে নগদ ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।

খেলোয়াড়ের পাশাপাশি তাঁর সকল পরিবার, বিশেষ করে রিচা ঘোষের মা ও বাবাকেও এদিন সম্মাননা ও উপহার দেওয়া হয়।

ICC Women World Cup : বিশ্বজয়ী মহিলা দলকে ৫১ কোটি টাকা পুরস্কার দিল বিসিসিআই, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক নেতৃত্ব ।

বিরোধী দলনেতার পূর্ণ বক্তব্য ও মন্তব্য

রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর আবেগ ও গর্ব প্রকাশ করেন। তিনি বলেন,

“আমরা অত্যন্ত গর্ব অনুভব করছি, এবং ওনার পিতৃদেব এবং মাতৃদেবী আমাদের ওনাকে পুরস্কৃত করার সুযোগটা করে দিয়েছেন, ওনাদের গৃহে এসে। এঁনারা সত্যিকারের আমাদের বাঙালি কালচারের বাড়ি, যেভাবে আমাদের অল্প সময়ের মধ্যে গ্রহণ করেছেন, মিষ্টিমুখ করালেন, আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি। সবচেয়ে বড় কথা, আমাদের বোন এই শিলিগুড়ি থেকেই সেই চার সাড়ে চার বছর বয়স থেকেই খেলতে খেলতে ভারতীয় দলে গেছেন। আমরা আশা করি স্বামী বিবেকানন্দের আদর্শ অবলম্বন করেই, আমাদের বোন এগিয়ে যাবে, দেশের মুখ উজ্জ্বল করবে।”

ক্রিকেট অ্যাকাডেমির অভাব প্রসঙ্গে বিরোধী দলনেতার দৃঢ় বিশ্বাস

শিলিগুড়িতে ক্রিকেট অ্যাকাডেমি বা স্টেডিয়ামের অভাব থাকা সত্ত্বেও রিচা ঘোষ কীভাবে ভারতীয় দলে নিজের সুযোগ করে নিলেন— এই প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা রিচার মানসিক দৃঢ়তার উপর জোর দেন।

তিনি বলেন, রিচা বোনের কোনো কিছুতে ‘না’ নেই। উনি দৃঢ়প্রতিজ্ঞ এবং স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে চলেন। শুভেন্দুবাবু আরও বলেন,

“স্বামী বিবেকানন্দ বলেছেন যে অন্যান্য ধর্মের নয় তুমি ঈশ্বরে বিশ্বাস রাখো নয় তুমি নাস্তিক, আমাদের আধুনিক ধর্ম এবং আদর্শে এই প্রকার নেতিবাচকতার কোনো স্থান নেই – অতঃপর করবেই জয় যতই প্রতিকূলতা থাকুক, নিজের আত্মবিশ্বাসই সর্বোপরি রিচার জন্য।”

ICC Women World Cup : বিশ্বকাপ হাতে মিতালী-ঝুলন, আবেগপ্রবণ হরমনপ্রীত: অবশেষে অধরা স্বপ্নপূরণ!

বিশ্বকাপে রিচা ঘোষের নজরকাড়া পারফরম্যান্স

আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এ রিচা ঘোষের পারফরম্যান্স ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি ৮টি ইনিংসে মোট ২৩৫ রান করেছেন, যেখানে তাঁর গড় ছিল ৩৯.১৬ এবং স্ট্রাইক রেট ছিল ১৩৩.৫২। তাঁর ইনিংসে ২৩টি চার এবং ১২টি ছয় দেখা গেছে।

বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ৯৪ রানের ইনিংসটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা ওডিআই (ODI) ক্রিকেটে ৮ নম্বরে ব্যাট করতে নামা খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে। এর আগে টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানের বিপক্ষেও তিনি ৩৫* রানের একটি গুরুত্বপূর্ণ অপরাজিত ইনিংস খেলেছিলেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর