ব্যুরো নিউজ,২৪ ডিসেম্বর:সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলিকে। সন্ধ্যার পরে বিভিন্ন পরীক্ষার পর জানা যায়, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এই গুরুতর পরিস্থিতি দেখে সংশ্লিষ্ট হাসপাতাল তাঁকে আজীবন বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দিয়েছে।
প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী মনু ভাকের খেলরত্ন পাবেন না! কেন?
কার সাথে যোগাযোগ হয়নি?
হাসপাতালের মুখ্য কর্তা এস সিংহ জানিয়েছেন, তিনি নিজেও কাম্বলির বড় সমর্থক। তাই কাম্বলির সুস্থতার জন্য সব রকমের সাহায্য করতে প্রস্তুত। কাম্বলির শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেন চিকিৎসকেরা। কাম্বলির আরও কিছু পরীক্ষা করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসা পরিকল্পনা ঠিক করা হবে।হাসপাতালে ভর্তি হওয়ার পর কাম্বলির শারীরিক অবস্থা সম্পর্কে প্রথমে কিছু জানা যাচ্ছিল না। পরে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার বিষয়টি নিশ্চিত হয়। সোমবার বিকেলে বেশ কিছু সমর্থক হাসপাতালে তাঁকে দেখতে আসেন। সমর্থকদের দেখে কাম্বলি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “তাঁদের জন্যই আমি বেঁচে আছি। চিকিৎসাকর্মীরা অক্লান্ত চেষ্টা করেছে। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।”
বাংলাদেশের মানবাধিকার নিয়ে ফের সরব আমেরিকাঃ হোয়াইট হাউস থেকে ইউনূসকে ফোন?
তবে প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকর বা অন্য কারও সঙ্গে এখনও পর্যন্ত তাঁর কোনও যোগাযোগ হয়নি বলে জানান কাম্বলি।কাম্বলির জীবনের এক কঠিন অধ্যায় চলছে। হাসপাতালের বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি তাঁকে এবং তাঁর পরিবারকে নতুন করে স্বস্তি দিয়েছে। সমর্থকদের উপস্থিতি তাঁর প্রতি ভালোবাসারই প্রতিফলন। কাম্বলি নিজেও জানান, এমন সমর্থন তাঁর লড়াইয়ের শক্তি জোগাবে।