ব্যুরো নিউজ,২ ডিসেম্বর:বর্তমানে তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বিক্রান্ত মাসে।একের পর এক হিট ছবি যেমন ১২ ফেল ও সেক্টর ৩৬ তাকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে।সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘দ্য সবরমতী রিপোর্টও’ বক্স অফিসে সফল হচ্ছে।কিন্তু তার এই সাফল্য উপভোগ করার আগেই, তিনি অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন।তার বয়স মাত্র ৩৭ বছর।
পাবলিসিটি স্টান্ট নয় তো?
সোমবার সকালে বিক্রান্ত মাসে তার অনুরাগীদের চমকে দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন।সেখানে তিনি জানান, ২০২৫ সালের পর আর অভিনয়ে থাকবেন না তিনি। তিনি লেখেন, ‘বিগত কয়েক বছর দুর্দান্ত কেটেছে। আপনাদের সাপোর্টের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। কিন্তু আমি বুঝতে পেরেছি যে, জীবনে এবার নতুন কিছু শুরু করার সময় এসেছে। আমি স্বামী, বাবা, ছেলে, এবং একজন অভিনেতা হিসেবে নতুনভাবে জীবন শুরু করতে চাই। তাই ২০২৫ সালে আমরা একে অপরকে শেষবার দেখতে পারব।’ তিনি আরও বলেন, ‘আমার শেষ দুটো ছবি এবং অনেক বছরের স্মৃতি নিয়ে ২০২৫ এ হবে আমার শেষ কাজ।সবাইকে ধন্যবাদ, আপনাদের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ।’ বিক্রান্ত মাসে বর্তমানে ‘ইয়ার জিগরি’ এবং ‘আঁখো কী গুস্তাখিয়া’ নামক দুটি ছবির কাজে ব্যস্ত রয়েছেন।এই দুটি ছবির কথা তিনি তার পোস্টে উল্লেখও করেছেন।
বিক্রান্তের এই সিদ্ধান্ত শুনে তার ভক্তরা হতবাক। একজন ভক্ত লিখেছেন,’আপনি কেন এমনটা করবেন? আপনার মতো অভিনেতা খুব কম আছে। আরও ভালো ছবি চাই!’ অন্য একজন বলেন, ‘হঠাৎ কেন? সব ঠিক তো?’ আবার কেউ কেউ মনে করছেন, এটা হয়তো এক ধরনের পাবলিসিটি স্টান্ট হতে পারে বা কোনো ব্র্যান্ডের প্রচার।