Vice President INDI Alliance

ব্যুরো নিউজ ২২শে আগস্ট ২০২৫ : আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধী জোট ‘ইন্ডি’র মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডিকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এর মাধ্যমে উপরাষ্ট্রপতি পদে বিরোধী জোটের প্রার্থী নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

এখন বি. সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতাসীন এনডিএ-র প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে ইন্ডি জোটের বৈঠকের পর এই ঘোষণা করেন।

 

মল্লিকার্জুন খাড়গে’র মন্তব্য

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “বি. সুদর্শন রেড্ডি ভারতের একজন অত্যন্ত বিশিষ্ট এবং প্রগতিশীল আইনজ্ঞ। অন্ধ্র প্রদেশ হাইকোর্টের বিচারক, গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে তাঁর একটি দীর্ঘ এবং উজ্জ্বল আইনি জীবন রয়েছে।”
তিনি আরও বলেন, “সুদর্শন রেড্ডি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচারের একজন ধারাবাহিক এবং সাহসী নায়ক। তিনি একজন দরিদ্র মানুষ এবং তাঁর অনেক রায় পড়লে আপনারা জানতে পারবেন যে তিনি কীভাবে দরিদ্র মানুষের পক্ষে রায় দিয়েছেন এবং সংবিধান ও মৌলিক অধিকার রক্ষা করেছেন।”

Vice President Election : সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি প্রার্থী করল এনডিএ, বিরোধী জোট বিভক্ত

কে এই বি. সুদর্শন রেড্ডি?

বি. সুদর্শন রেড্ডি ১৯৪৬ সালের ৮ই জুলাই অন্ধ্র প্রদেশের (বর্তমান তেলেঙ্গানার) রাঙ্গা রেড্ডি জেলার আকুলা মাইলারাম গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি এবং গোয়ার প্রথম লোকায়ুক্ত।
একটি কৃষক পরিবার থেকে আসা রেড্ডি হায়দ্রাবাদে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং ১৯৭১ সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি লাভ করেন। একই বছর তিনি অন্ধ্র প্রদেশ বার কাউন্সিলে একজন অ্যাডভোকেট হিসাবে তার আইনি কর্মজীবন শুরু করেন। তিনি প্রাথমিকভাবে অন্ধ্র প্রদেশ হাইকোর্টে রিট ও দেওয়ানি মামলায় অনুশীলন করতেন এবং ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সরকারি কৌঁসুলি হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত স্থায়ী কৌঁসুলি এবং ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনি উপদেষ্টা ও স্থায়ী কৌঁসুলি হিসাবেও কাজ করেছেন।

Vice President elections : ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচনে, প্রার্থী ঠিক করার দায়িত্ব প্রধানমন্ত্রী মোদির হাতে দিল শাসক জোট এনডিএ

১৯৯৫ সালে তিনি অন্ধ্র প্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারক হিসাবে উন্নীত হন, ২০০৫ সালে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হন। ২০০৭ সালে তিনি ভারতের সুপ্রিম কোর্টে নিযুক্ত হন, যেখানে তিনি ২০১১ সালের জুলাই মাসে অবসর গ্রহণ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর