দুই বছর পর ইদ উপলক্ষে মুক্তি পেয়েছে ‘সিকন্দর

ব্যুরো নিউজ,৩১ মার্চ:  সলমন খানের সিনেমা মানেই আলাদা উত্তেজনা! দুই বছর পর ইদ উপলক্ষে মুক্তি পেয়েছে ‘সিকন্দর’, আর প্রথম দিন থেকেই সিনেমা হলগুলিতে উপচে পড়ছে ভিড়। তবে এর মধ্যেই উঠে এসেছে এক ভক্তের অসাধারণ কাণ্ড! রাজস্থানের কুলদীপ সিং নামের এক পাগল ভক্ত নিজের পকেট থেকে ১.৭২ লাখ টাকা খরচ করে ৮১৭টি টিকিট কিনে বিনামূল্যে বিলিয়ে দিলেন।

IPL 2025: শুরু ২২ মার্চ, কোথায় কবে ম্যাচ, কীভাবে কিনবেন টিকিট?

এমন ভক্ত পেলে চিন্তা কিসের!

এটাই প্রথম নয়, এর আগেও কুলদীপ সিং একই কাজ করেছেন। ২০২১ সালে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ও ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার ক্ষেত্রেও তিনি বিনামূল্যে টিকিট বিতরণ করেছিলেন। তাঁর মতে, সলমন খান শুধু একজন অভিনেতা নন, বরং মানুষের হৃদয়ের কাছের একজন ব্যক্তি। তাই তাঁর সিনেমাকে সফল করাই এই ভক্তের একমাত্র উদ্দেশ্য।

বাংলাদেশ স্বাধীনতা দিবসে মুজিবের নাম মুছে দেওয়ার চেষ্টা হোলো,মোদির চিঠিতে খোঁচা ইউনূসকে।

সিনেমা ফাঁসের ধাক্কা!

এরই মধ্যে বড় ধাক্কা খেল ‘সিকন্দর’। মুক্তির একদিনের মধ্যেই ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়ে গেছে! অনলাইনে পাইরেসির ফলে সিনেমার ব্যবসার ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্মাতারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান

সুপারহিটের পথে ‘সিকন্দর’

৩০ মার্চ ইদ উপলক্ষে মুক্তি পেয়েছে এই সিনেমা। জনপ্রিয় পরিচালক এ আর মুরুগাদোসের পরিচালনায় সলমনের সঙ্গে অভিনয় করছেন রশ্মিকা মান্দানা ও কাজল আগরওয়াল। খলনায়কের চরিত্রে রয়েছেন সত্যরাজ। প্রথম দিনেই সিনেমাটি দুর্দান্ত ব্যবসা করেছে, যা প্রমাণ করছে সলমন ম্যাজিক এখনও অটুট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর