ব্যুরো নিউজ,৩১ মার্চ: নর্থইস্ট ইউনাইটেডের জন্য দুঃস্বপ্নের রাত! মুহূর্মুহূ গোলের সুযোগ নষ্ট করল তারা, আর সেই সুযোগেই দুর্দান্ত ডিফেন্সের জোরে ১০ জনে খেলেও ২-০ গোলে জয় ছিনিয়ে নিল জামশেদপুর এফসি। এই জয়ে সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে মুখোমুখি হবে জামশেদপুর।অক্টোবরে এই জামশেদপুরকেই ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল নর্থইস্ট। ফেব্রুয়ারিতেও তাদের মাঠে গিয়ে ২-০ গোলে জিতেছিল তারা। তাই এদিন শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল নর্থইস্ট ইউনাইটেড। প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে তারা, কিন্তু গোল করতে ব্যর্থ হয় বারবার।
প্রথমার্ধের ১২ মিনিটেই হলুদ কার্ড দেখেন জামশেদপুরের ডিফেন্ডার স্টিফেন এজে। এরপর ১৮ মিনিটে জামশেদপুরের রেই তাচিকাওয়া সুযোগ পেলেও নর্থইস্টের ডিফেন্স আটকে দেয়।২৯ মিনিটে বড় ভুল করেন নর্থইস্টের ডিফেন্ডার নেস্টর। থ্রো-ইন থেকে বল ক্লিয়ার করতে গিয়ে মিস কিক করে বসেন তিনি। সেই সুযোগে বল পেয়ে যান জামশেদপুরের স্টিফেন এজে। জোরালো শটে গোল করে দলকে ১-০ এগিয়ে দেন তিনি। গোলরক্ষক গুরমিত সিং ছিলেন পুরোপুরি অসহায়।৫২ মিনিটে নর্থইস্টের জীতিন এমএসের শট অল্পের জন্য বাইরে চলে যায়। ৫৯ মিনিটে নেস্টরের ফ্রি-কিক থেকেও গোল করতে পারেননি আলাদিন। বল পজিশনে নর্থইস্ট এগিয়ে থাকলেও, জামশেদপুরের রক্ষণ ছিল অটল।৮২ মিনিটে জামশেদপুরের জর্ডন মারের পাস থেকে সুবর্ণ সুযোগ নষ্ট করেন সিভেরিও। তবে গোলরক্ষক অ্যালবিনো গোমস একাধিক দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।
৮৮ মিনিটে জামশেদপুরের মোবাশির রহমান মাথা গরম করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ৯০ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন নর্থইস্টের গুলেরমো ফার্নান্দেজ। শেষ বাঁশির ঠিক আগে জাভি হার্নান্দেজ দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন জামশেদপুরের।৭০% বল পজিশন ধরে রেখেও নর্থইস্ট গোল করতে ব্যর্থ হয় এবং আইএসএল থেকে ছিটকে যায়। অন্যদিকে, এই জয়ের ফলে সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি।