ব্যুরো নিউজ, ২৯ মার্চ : আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কলকাতার পর চেন্নাইতেও জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল তারা। প্রায় ১৭ বছর পর চিপকের মাঠে চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) হারানোর নজির গড়ল আরসিবি। ২০০৮ সালের পর এই প্রথমবার তারা চেন্নাইকে তাদের ঘরের মাঠে পরাজিত করল। এই জয়ে নেট রান রেট বেড়ে দাঁড়িয়েছে ২.২৬৬।এদিন ম্যাচের সেরা হন আরসিবি অধিনায়ক রজত পাটীদার, যিনি ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন। ম্যাচ শেষে তিনি বলেন, “উইকেটে বল থমকে আসছিল, তাই রান করা সহজ ছিল না। কিন্তু আমাদের স্কোর যথেষ্ট ভালো ছিল।”
IPL 2025: শুরু ২২ মার্চ, কোথায় কবে ম্যাচ, কীভাবে কিনবেন টিকিট?
আরসিবির লক্ষ্য ছিল ২০০ রান করা। পাটীদার জানালেন, যতক্ষণ ক্রিজে ছিলেন, প্রতি বলে যত বেশি সম্ভব রান তোলার পরিকল্পনা নিয়েই খেলেছেন। স্পিনারদের সুবিধা বুঝে সেইমতো বোলিং পরিবর্তন করা হয়েছিল।জশ হ্যাজলউডের দুর্দান্ত বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাওয়ারপ্লেতে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। পুরো ম্যাচে তার ও ভুবনেশ্বর কুমারের ৭ ওভারে চেন্নাই মাত্র ৪১ রান তোলে এবং ৪ উইকেট হারায়। শেষ ওভারে রবীন্দ্র জাদেজাকে আউট করে চলতি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিন নম্বরে উঠে আসেন হ্যাজলউড। চোট সারিয়ে দুর্দান্ত ফর্মে ফিরে তিনি জানিয়েছেন, “এই উইকেট টু-পেসড ছিল, তাই আমরা ৮-১০ মিটার লেংথে বল করেছি।”
বাংলাদেশ স্বাধীনতা দিবসে মুজিবের নাম মুছে দেওয়ার চেষ্টা হোলো,মোদির চিঠিতে খোঁচা ইউনূসকে।
চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ৫০ রানের পরাজয়কে বড় হার বলতে নারাজ। তবে খারাপ ফিল্ডিং ও বাউন্ডারি আটকাতে না পারাই মূল পার্থক্য গড়ে দিয়েছে বলে তিনি মনে করেন। গুয়াহাটিতে আগামী ম্যাচের আগে ফিল্ডিংয়ে উন্নতি করার কথাও বলেন তিনি।এই জয়ের ফলে আইপিএল ২০২৫-এ দুর্দান্ত শুরু করল আরসিবি, প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে তারা শীর্ষস্থান ধরে রাখল।