জাপানের জনপ্রিয় স্টুডিও ঘিবলি বহু বছর ধরেই অনুরাগীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

ব্যুরো নিউজ,৩১ মার্চ : জাপানের জনপ্রিয় স্টুডিও ঘিবলি বহু বছর ধরেই অনুরাগীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। অসাধারণ অ্যানিমেশন, হৃদয়ছোঁয়া গল্প আর দৃষ্টিনন্দন শিল্পকর্মের কারণে ঘিবলি ফিল্মগুলো বিশ্বজুড়ে প্রশংসিত। এবার সেই ঘিবলির অনুপ্রেরণায় তৈরি “ঘিবলি ফিল্টার” ট্রেন্ড হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার নতুন উন্মাদনা।

বাংলাদেশ স্বাধীনতা দিবসে মুজিবের নাম মুছে দেওয়ার চেষ্টা হোলো,মোদির চিঠিতে খোঁচা ইউনূসকে।

সাম্প্রতিক এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রিকেট লিজেন্ড সচিন তেন্ডুলকর, কংগ্রেস নেতা শশী থারুর, এমনকি ভারতীয় ডাক বিভাগও!ভারতের সরকারি অনলাইন পোর্টাল “মাইগভ ইন্ডিয়া” তাদের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী মোদীর একটি ঘিবলি ফিল্টারযুক্ত ছবি পোস্ট করেছে। ছবিতে তাঁকে বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে দেখা যাচ্ছে, যার মধ্যে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন।

লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান

সচিন তেন্ডুলকরও মজেছেন এই ট্রেন্ডে। তিনি নিজের দুটি ঘিবলি ফিল্টারযুক্ত ছবি পোস্ট করে লিখেছেন, “শুনলাম এআই-জেনারেটেড কিছু ছবি ভাইরাল হয়েছে। তাই ভাবলাম, ক্রিকেট দুনিয়ায় ঘিবলি আঁকে দেখি!” তাঁর পোস্টে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের মুহূর্তও ধরা পড়েছে, যা নস্টালজিয়ায় ভাসিয়েছে ভক্তদের।কংগ্রেস সাংসদ শশী থারুরও ঘিবলি ট্রেন্ডে অংশ নেন, তবে মজার ব্যাপার হলো, তিনি নিজে এটি তৈরি করেননি। এক্স-এ তিনি লেখেন, “আমার শুভানুধ্যায়ীরা আমাকে এই ছবি পাঠিয়েছেন। সত্যিই অসাধারণ লাগছে!”এমনকি ভারতীয় ডাক বিভাগও (ইন্ডিয়া পোস্ট) ঘিবলি ফিল্টারে নিজেদের কর্মীদের ছবি পোস্ট করেছে। যা দেখে নেটিজেনরা মুগ্ধ!

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস ও হেল্পলাইন পরিষেবা: ১০ ফেব্রুয়ারি থেকে শুরু

যদিও এই ট্রেন্ড এখন ভাইরাল, তবে স্টুডিও ঘিবলির প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি এবং ঘিবলি কর্তৃপক্ষ এতে মোটেও খুশি নন। তাঁদের মতে, “এই ট্রেন্ড শিল্পের মৌলিকত্ব নষ্ট করছে এবং অনুমতি ছাড়া ঘিবলি স্টাইলের বাণিজ্যিক ব্যবহার হচ্ছে।” তাই তাঁরা কিছু সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন।তাহলে কি জনপ্রিয় ঘিবলি ট্রেন্ড বন্ধ হতে চলেছে? নাকি নতুন কোনও আইনি কাঠামোর মাধ্যমে এই প্রবণতা চালু থাকবে? সময়ই দেবে সেই উত্তর!

 

4o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর