সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবারের বিরুদ্ধে ভুয়ো তথ্য ও অপমানজনক পোস্ট ছড়ানোর অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন ডোনা গঙ্গোপাধ্যায়

ব্যুরো নিউজ ২৯ মার্চ : সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবারের বিরুদ্ধে ভুয়ো তথ্য ও অপমানজনক পোস্ট ছড়ানোর অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন ডোনা গঙ্গোপাধ্যায়। লন্ডন থেকেই ই-মেলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় তিনি অভিযোগ দায়ের করেছেন।বর্তমানে নিজের নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরী’-র অনুষ্ঠানের জন্য লন্ডনে রয়েছেন ডোনা। সৌরভ ও তাঁদের মেয়ে সানাও এখন ইংল্যান্ডে আছেন। লন্ডনে সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁদের সাক্ষাৎ হয়েছে। এর মধ্যেই পিয়ালি মজুমদার নামে এক মহিলা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, যেখানে তিনি দাবি করেন, তিনি সৌরভ-ডোনার প্রতিবেশী।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস ও হেল্পলাইন পরিষেবা: ১০ ফেব্রুয়ারি থেকে শুরু

ওই মহিলার অভিযোগ, তাঁদের পাড়ার এক সবজিওয়ালা অসুস্থ হয়ে সৌরভদের বাড়িতে সাহায্যের জন্য যান, কিন্তু ছ’দিন ধরে চেষ্টা করেও নাকি কোনো সাহায্য পাননি। সেইসঙ্গে তিনি একটি গাড়ির ছবিও পোস্ট করেন এবং সেটিকে ডোনার গাড়ি বলে দাবি করেন।কীন্তু এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, গাড়িটি তাঁর নয় এবং এই পোস্টের মাধ্যমে তাঁদের সম্মানহানি করার উদ্দেশ্যেই ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে। লন্ডন থেকেই পুলিশের কাছে পাঠানো ই-মেইলে তিনি লিখেছেন, “আমার ও আমার স্বামীর নামে মিথ্যা ও অপমানজনক পোস্ট করা হয়েছে। এটি আমাদের ভাবমূর্তি নষ্ট করার ইচ্ছাকৃত প্রচেষ্টা। আমাদের চরিত্রহননের এই চেষ্টা বেআইনি ও অনৈতিক।”

লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান

জানা গেছে, আপাতত ফেসবুক থেকে সেই পোস্ট মুছে ফেলা হয়েছে। তবে এটি প্রথম ঘটনা নয়। এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ডোনা গঙ্গোপাধ্যায়ের প্রোফাইল আক্রমণের শিকার হয়েছে, এমনকি তাঁর ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল।এই ঘটনার পর, সাইবার ক্রাইম শাখার তরফে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর