আবাস যোজনার টাকা পেয়েও বাড়ি তৈরি করতে পারছেন না, হাইকোর্টে দ্বারস্থ বর্ধমানের মহিলা

আবাস যোজনার (Awas Yojana) অধীনে টাকা পেয়েও মাথার উপর পাকা ছাদ তৈরি করতে পারছেন না বর্ধমানের গলসি-২ নং ব্লকের দয়ালপুর গ্রামের বাসিন্দা আয়েশা শেখ। মা-বাবা হারা এই মহিলা এখন বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

অভিযোগের বিস্তারিত বিবরণ:

আয়েশা শেখের বাবা নেই এবং তাদের কোনো স্থায়ী বাড়িও ছিল না। ১৯৯৭ সালে তৎকালীন সরকার আয়েশা ও তাঁর বিধবা মাকে দয়ালপুর গ্রামে ৪.৪৭ শতক সরকারি জমিতে বাড়ি বানিয়ে থাকার অনুমতি দিয়েছিল। সেই সরকারি জমিতেই তারা একটি মাটির বাড়ি তৈরি করে এতদিন বসবাস করছিলেন। দুই বছর আগে আয়েশার মায়েরও মৃত্যু হয়।

রাজ্য পুলিশে বড় রদবদল: বিনীত গোয়েল পেলেন আরও গুরু দায়িত্ব, সরলেন দময়ন্তী।

বর্তমান সরকার আয়েশাকে পাকা বাড়ি তৈরির জন্য আবাস যোজনার টাকা মঞ্জুর করে। কিন্তু তিনি যখন পাকা বাড়ি তৈরির উদ্যোগ নেন, তখন স্থানীয় লোকজন বাধা দিতে শুরু করেন। তাদের দাবি, যেহেতু জমিটি সরকারের, তাই সেখানে পাকাপাকি বাড়ি বানানো যাবে না। স্থানীয়রা নিজেরাও ওই সরকারি জমির ভাগ দাবি করছেন।

এই সমস্যার সমাধান চেয়ে আয়েশা জেলা ভূমি ও ভূমিসংস্কার আধিকারিকের কাছে পাট্টা পাওয়ার জন্য লিখিত আবেদন করেন। কিন্তু সেই আবেদনের কোনো জবাব না মেলায় অবশেষে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

মহাকাশ থেকেও দৃশ্যমান এই ঢিবি! কে বানাল বিশাল সেই ভূগর্ভস্থ জাল?

হাইকোর্টের নির্দেশ:

সম্প্রতি বিচারপতি পার্থসারথী সেনের একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলাকারী এবং রাজ্য সরকারের বক্তব্য শোনার পর বিচারপতি মামলাকারীর আবেদনের ভিত্তিতে জেলা ভূমি ও ভূমিসংস্কার আধিকারিককে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। এই নির্দেশ আয়েশা শেখের জন্য আশার আলো দেখাচ্ছে, যার মাধ্যমে তিনি হয়তো অবশেষে নিজের মাথার উপর একটি স্থায়ী ছাদ তৈরি করতে পারবেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর