Udayan Guha On CPM

ব্যুরো নিউজ, ১০ জুন : সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ। নির্বাচনী প্রচারেও ‘লাল’ ঝড়! কিন্তু সেই অ্যাকটিভিটি-র এফেক্ট ভোটের ফলাফলে ‘শূন্য’। কিন্তু কেন এই হাল বামেদের? কী বলেছেন প্রাক্তন বাম নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ?

ক্যানসারে আক্রান্ত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী! আজ ষষ্ঠ কেমো থেরাপি

এবারের লোকসভা নির্বাচনেও ‘ভরাডুবি’ লাল শিবিরের। ফলের ফল সেই শূন্যই। তবে কেন এই অবস্থা বাম শিবিরের। সম্প্রতি এই ব্যখ্যা দিতেই কটাক্ষ করে বামপন্থীদের ‘ফেরিওয়ালা’র সঙ্গে তুলনা করলেন মন্ত্রী। তিনি বলেন, আমরা যখন ছোট ছিলাম কেউ কেউ তখন ওষুধ বিক্রি করত। এরা ডুগডুগি বাজিয়ে লোক জড়ো করত। তারপর ওষুধ কী কাজ করবে তার বর্ণনা করত। ওদের কথায় লোক জড়ো হয়। কিন্তু ওষুধ কেউ কেনে না। আর এখন বামেদের অবস্থাও ঠিক তাই।

BJP Helpline

তবে, নির্বাচনে লড়ার ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে বামেদের জোটকেও তুলোধোনা করেছেন উদয়ন গুহ। তাঁর কথায়, কংগ্রেসের সঙ্গে বামেদের হাত মেলানোকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। তিনি বলেন, ছোট থেকে শিখে এসেছি কংগ্রেস সাধারণের শত্রু। আর তুমি (বাম) এখন কংগ্রেসের সঙ্গে একঘরে একখাটে শুচ্ছ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর