monu and sarabjyot

ব্যুরো নিউজ,৩১ জুলাই: যে মেয়েটিকে টোকিও অলিম্পিক্সে কাঁদতে কাঁদতে শুটিং রিং থেকে বেরিয়ে যেতে হয়েছিল তিনিই ২০২৪ প্যারিস অলিম্পিক্সে দু- দুটো পদক জিতবেন কেউ কি তা ভেবেছিল?

রাতারাতি তিনি ভারতীয় দলের অনুপ্রেরণা

মিথ‍্যাচারে ওস্তাদ মুখ‍্যমন্ত্রী, নীতি আয়োগ থেকে ফিরেই বিধানসভায় নাটক শুরু, আক্রমণ বিজেপির

মনু ভাকেরের নাম এখন দেশের প্রত্যেকটি মানুষের মুখে মুখে। রাতারাতি তিনি ভারতীয় দলের অনুপ্রেরণা হয়ে গেছেন। আর হবে নাই বা কেন? তিনি প্যারিস অলিম্পিক্সে  দুবার মেডেল জিতলেন যে? ভারতকে সম্মানিত করলেন বিশ্বের দরবারে। স্বাধীনতার পরে এই প্রথম কোন ভারতীয় একটি অলিম্পিক্সে দুটো পদক জিতলেন। একটি পদক জিতলেন সোলো হিসেবে ১০ মিটার এয়ার পিস্তল শুটিং এ।দিনটি ছিল রবিবার।এবার জিতলেন মিক্সড টিম শুটিং এ।মঙ্গলবার।মাত্র দুদিনের ব্যবধানে জোড়া পদক লাভ করলেন মনু ভাকের।দুটোতেই ব্রোঞ্জ জিতলেন তিনি। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম বিভাগে মনুর সাথে সাথে আরো একজনের হাত ধরে এলো পদক।তার নাম সরবজ্যোৎ সিংহ। মিক্সড টিম বিভাগে মনু ও সরবজ্যোৎ একসাথে পদক পেলেন।দুজনের ই বয়স মাত্র ২২ বছর।মনু ভাকের জানিয়েছেন এখনো অনেক রাস্তা যাওয়া বাকি তার। তাই তিনি নিরজ এবং সিন্ধুর তালিকায় এখনো নিজেকে যোগ করতে পারবেন না।এবার থেকে নীরজ চোপড়া,পি ভি সিন্ধুর সাথে সাথে মনু ভাকের এবং সরব্জ্যোত সিংহদের নাম জুড়ে গেলো ইতিহাসে।

অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান প‍্যারিসে,হাজির থাকছেন দ্রাবিড় 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর