ব্যুরো নিউজ ২০ মে : ভারতের একটি প্রতিনিধিদল রাষ্ট্রসংঘের (জাতিসংঘ) নিরাপত্তা পরিষদের সন্ত্রাসীদের উপর নিষেধাজ্ঞা আরোপকারী প্যানেলের পর্যবেক্ষণকারী দলের সাথে সাক্ষাৎ করেছে এবং তাদের কাছে পাহালগামে গণহত্যায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফ) জড়িত থাকার প্রমাণ পেশ করেছে।
লস্কর-ই-তৈবার (এলইটি) এই ফ্রন্ট সংগঠনটির উপর নিষেধাজ্ঞা জারির জন্য ভারতের জোরালো তর্ক তুলে ধরে, ভারতীয় প্রতিনিধিদল সোমবার পর্যবেক্ষকদের কাছে তথ্যভিত্তিক প্রমাণ পেশ করেছে বলে সূত্র জানিয়েছে। উল্লেখ্য, ইসলামিক স্টেট বা দায়েশ এবং আল-কায়দা এবং তাদের সাথে যুক্ত গোষ্ঠী ও ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের ১২৬৭ নম্বর রেজোলিউশনের নামে এই প্যানেলটি পরিচিত। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এর পর্যবেক্ষণকারী দল সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের বিষয়ে রিপোর্ট পেশ করে এবং সন্ত্রাসী তালিকায় নতুন নাম সংযোজন ও নিষেধাজ্ঞা জারির সুপারিশ করে থাকে।
এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং গোষ্ঠীগুলির সাথে যুক্ত ব্যক্তিদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা।
২০০৫ সালে ১২৬৭ কমিটি এলইটিকে ( লস্কর ই তইবা) একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে এবং এর সাথে যুক্ত তিনটি গোষ্ঠী, যার মধ্যে রয়েছে পাসবা-ই-কাশ্মীর ও জামাত-উদ-দাওয়া, তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা এড়ানোর জন্য এলইটি বিভিন্ন নামে কাজ করে এবং তাদের পরিচালিত ২৭টি নাম তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। সংগঠনটির প্রধান হাফিজ মহম্মদ সাঈদ সহ এলইটির সাথে যুক্ত প্রায় এক ডজন ব্যক্তিকে তারা নিষিদ্ধ করেছে।
একটি সূত্র জানিয়েছে, ভারত ইতিমধ্যেই টিআরএফের সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে রাষ্ট্রসংঘকে অবগত করেছে এবং পর্যবেক্ষণকারী দলের সাথে বৈঠকে প্রতিনিধিদল “তথ্যভিত্তিক প্রমাণের মাধ্যমে সেই দাবিকে আরও জোরালো করেছে।” টিআরএফকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার জন্য প্রতিনিধিদলের পদক্ষেপের বিষয়ে জানতে চেয়ে ভারতের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি গ্রিসের মিডিয়া বিষয়ক কর্মীরাও পর্যবেক্ষণকারী দলের বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেননি।কাউন্সিলের সভাপতি হিসেবে গ্রিস ১২৬৭ কমিটির নেতৃত্ব দিচ্ছে, কারণ পাকিস্তান এর প্রধান হতে চাইছে এবং অন্য কিছু সদস্য এর বিরোধিতা করছে।এর আগে তারা দিনের কর্মসূচিতে ১২৬৭ কমিটির একটি অনানুষ্ঠানিক বৈঠকের তালিকাভুক্ত করেছিল।গোয়েন্দা আধিকারিক সহ ভারতের প্রতিনিধিদল গত সপ্তাহে পাহালগাম সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য জাতিসংঘের শীর্ষ সন্ত্রাসবাদ বিরোধী কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছে।
জাতিসংঘের সন্ত্রাসবাদ দমন অফিসের (ইউএনওসিটি) আন্ডার-সেক্রেটারি-জেনারেল ভ্লাদিমির ভোরোনকভ এবং সন্ত্রাসবাদ বিরোধী কমিটি এক্সিকিউটিভ ডিরেক্টরেটের (সিটিইডি) সহকারী সেক্রেটারি-জেনারেল নাতালিয়া ঘেরমান ভারতীয় দলের সাথে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন, “বিশেষত নিরাপত্তা পরিষদের প্রধান সন্ত্রাসবাদ বিরোধী প্রস্তাবনা এবং জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশল বাস্তবায়নে সহায়তা।” – এমনটাই জানিয়েছে ইউএনওসিটি।