Tollywood actress rumour kala jadu

ব্যুরো নিউজ ,৬ মে: টেলিপাড়া ফের গুঞ্জনে সরগরম। ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। শোনা যাচ্ছে, স্টুডিয়োপাড়ার সহ-অভিনেতারা তার কার্যকলাপে বেশ চিন্তিত। কারণ, কানাঘুষো চলছে যে এই নায়িকা নাকি ‘তুকতাক’ বা ‘কালো জাদু’-র ব্যাপারে সিদ্ধহস্ত!

কালো জাদুর অভিযোগ কতটা সত্যি

টেলিভিশনের এই পরিচিত মুখ একের পর এক ধারাবাহিকে সফলভাবে কাজ করেছেন। কয়েক মাস আগে প্রেমিক সহ অভিনেতার সঙ্গে জমকালো বিয়ে সারেন। দর্শকের পছন্দের অনস্ক্রিন জুটি বাস্তবেও জীবনসঙ্গী হয়ে উঠেছেন। শুটিং ফ্লোরে আলাপ, সিরিয়ালে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয়, আর সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাদের সম্পর্ক। প্রেম থেকে বিয়ে—সবটাই যেন রুপোলি দুনিয়ার রূপকথা।

তৈমুরের ‘আদিপুরুষ’ অভিজ্ঞতা: বাবার রাবণ লুকে হতাশ, দিল তিব্র প্রতিক্রিয়া

তবে, ইদানীং এই স্বপ্নের রূপকথার ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে অন্যরকম গল্প। স্টুডিয়োয় কান পাতলেই শোনা যাচ্ছে, নায়িকার আশপাশে এখন সবাই একটু বেশিই সাবধানী। কেউ নাকি তার ব্যবহৃত জলের বোতল থেকেও জল খান না! কারণ, গুঞ্জন—অভিনেত্রী নাকি বিশেষ ‘তুকতাক’ বা ‘মন্ত্র-তন্ত্র’ জানেন, যা নাকি সহকর্মীদের অস্বস্তিতে ফেলেছে।

যদিও এই ঘটনাগুলি কখনও প্রকাশ্যে ঘটেনি, সবই এখনও কেবল স্টুডিয়োর অন্দরের আলোচনা। তবুও এই গুজব যে ফ্লোরে রীতিমতো প্রভাব ফেলেছে, তা আর অস্বীকার করার উপায় নেই।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন অবশ্য অনেক কঠিন লড়াইয়ের গল্প বলে। একমাত্র সন্তান হিসেবে মা-বাবার বড় আশা নিয়ে বড় হয়েছেন। ছোটবেলায় অভাব-অনটনের দিন কেটেছে, এমনকি কখনও কখনও এক বেলা খাবারও জোটেনি বলে জানা যায়। সেই কঠিন দিনগুলো পার করে আজ তিনি টেলিপাড়ার শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। নিজের সাফল্যের মাধ্যমে মা-বাবার জীবনে স্বস্তি ফিরিয়েছেন।

অভিনয় তার কাছে শুধু পেশা নয়, জীবনের অন্যতম লক্ষ্য। নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে নিরন্তর পরিশ্রম করে চলেছেন। কিন্তু পেশাগত সাফল্যের পাশাপাশি এই ‘তুকতাক’ বিতর্ক এখন তার নামের সঙ্গেই জড়িয়ে যাচ্ছে।আসলেই কি এই নায়িকা কালো জাদুর চর্চা করেন? নাকি এগুলো নিছক স্টুডিয়োপাড়ার হিংসা ও গুজব? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত যে, আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তিনিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর