Weather Forecast

ব্যুরো নিউজ, ৯ ফেব্রুয়ারি: কথায় আছে ‘মাঘের শীত বাঘের গায়ে’। বঙ্গবাসীর সাথে শীতের লুকোচুরি খেলা চলছে। কখনো হাড় কাঁপানো শীত তো আবার কখনো বৃষ্টির জেরে কমে যাচ্ছে শীতের দাপট। মাঝে বঙ্গে কিছুদিন বৃষ্টির হওয়ার ফলে শীতের দাপট কার্যত কমে গিয়েছিলো। রীতিমতো গরমের অনুভূতির কারণে তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিবেশ। তবে আবার গত দুদিন ধরে ঠাণ্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মাঘের শেষ কিছুদিন ঠাণ্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে।

মাঘের শেষে ঠাণ্ডা বাড়ার সম্ভাবনা 

Today's Weather

তবে কলকাতা সহ দঃ বঙ্গের বাকি জেলা যেমন, উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। ফলে সমস্ত জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। 
Advertisement of Hill 2 Ocean

আজ কলকাতার আকাশ সকাল থেকেই পরিষ্কার। তবে ঠাণ্ডা হাওয়ার কারণে সামান্য শীতের আমেজ টের পাওয়া যাচ্ছিলো। আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী, উঃ হোক বা দঃ আর বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৮৬ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৩৩ শতাংশ।

পেশ হলো রাজ্য বাজেট | রইলো তার খুঁটিনাটি

আজ উঃ বঙ্গের জেলা দার্জিলিঙ, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর, ও মালদায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এখন দেখার বঙ্গে কী ফের শীতের দেখা মিলবে, নাকি বঙ্গ থেকে শীত বিদায় নেবে? ইভিএম নিউজ

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর